X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গুজব ছড়ানো ব্যক্তিদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৬:২৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:৩৬




 পদ্মা সেতুতে শিশুর মাথা লাগার গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গুজব ছড়ানো ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। যখন এই গুজব ছড়ানো হয়, তখন আমরা চার জনকে শনাক্ত করেছি এবং তাদের গ্রেফতার করেছি। এ বিষয়ে কাজ চলছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সস্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা (সেতু নির্মাণে মাথা লাগার গুজব) ঘটেছে কিনা আমার জিজ্ঞাসা। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খারাপ উদ্দেশ্য ছিল, আমরা এ বিষয়ে কাজ করছি। আমরা আগেই বলেছি, দোষীদের শনাক্ত করে আইনের মুখোমুখি করবো।

এমন গুজব ছড়ানোর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি বলবো একটা অস্থিতিশীল পরিস্থিতি, কনফিউশন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এমন কাজ করা হয়েছে। একটা ব্রিজ তৈরি করতে মানুষের মাথা লাগবে একটা সাধারণ মানুষও এটা বিশ্বাস করবে না। তাহলে কেনও এ ধরনের ঘটনা ঘটবে। এ ঘটনার পেছনে যদি রাজনৈতিক উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করার উদ্দেশ্য থাকে বা যাই থাকুক না কেন, যারা এটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

গুজবের বিষয়ে সচেতনতা বাড়াতে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ধমীয় প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছি।

 

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়