X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘আইসিডিডিআরবি ও সিডিসিপি’র গবেষণায় ডিএসসিসির মশার ওষুধের নমুনা নেওয়া হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:১২

কথা বলছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র (সিডিসিপি) যৌথভাবে যে গবেষণা করেছে তাতে ডিএসসিসি’তে ব্যবহৃত মশা মারার ওষুধের নমুনা নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নগর ভবনে বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে এক সভায় তিনি এ দাবি করেন। স্বাস্থ্য অধিদফতরসহ ১০ সংস্থার সমন্বয়ে এ সভা হয়।

সাঈদ খোকন বলেন, ডিএসসিসি’তে ব্যবহৃত মশার ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে। সমালোচনা নিরসনে ডিএসসিসি সিদ্ধান্ত নিয়েছে, সরকারের ম্যান্ডেট পাওয়া সংস্থা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) আমরা আমাদের মশার ওষুধ সরবরাহ করবো। তারা এটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি ঠিক বলে জানায়, তবে আমরা তা ব্যবহার করবো। আর যদি জানায়, এর কোনও একটি অংশ অকার্যকর, তবে তাদের সাজেশন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরা ব্যবহার শুরু করবো।’

তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন ও সব পৌরসভা আইইডিসিআরকে ওষুধের সেম্পলগুলো দিয়ে থাকে। তারা যে প্রেসক্রিপশন দেয়, সে অনুযায়ী আমরা তা ব্যবহার করে থাকি।

সাঈদ খোকন বলেন, মশার ওষুধে তিন ধরনের উপাদান থাকে। তারা (আইসিডিডিআরবি ও সিডিসিপি) মাত্র একটি উপাদান নিয়ে গবেষণা করেছে। কিন্তু সিটি করপোরেশন যে ওষুধ ব্যবহার করে, সেটাকে নমুনা হিসেবে নিয়ে তারা কোনও গবেষণা করেনি। তারা তাদের মতো করে গবেষণা করেছে। আমার মনে হয়, এই বক্তব্যের পর যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা কেটে যাবে।
এ সময় আরও ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরিফ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক (পিএ অ্যান্ড কিউসি) এ জেড এম ছাব্বির ইবনে জাহান, আইসিডিডিআরবির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মো. শফিউল আলম, স্বাস্থ্য অধিদফতরের রোগী নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

/এসএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা