X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘জঙ্গিদের মূলোৎপাটন করতে পারিনি, তবে নিয়ন্ত্রণে রেখেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৪:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৫:৫৮

আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গিদের মূলোৎপাটন করতে পারিনি, তবে নিয়ন্ত্রণে রেখেছি। জঙ্গিরা বিদেশি নয়, দেশীয়। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে মাথা চাড়া দিয়ে ওঠে। এদের মূলোৎপাটনের কাজ চলছে।’

রবিবার (২৮ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে ১৫ আগস্ট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বন্যায় বেশিরভাগ রেল ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে এগুলো মেরামত করতে বলেছি। এ কারণে নদীপথে একটা চাপ থাকবে। চাপের কারণে দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য নৌ-পুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।’

গুজব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এদেশে ভালো কাজ হোক, তা কেউ কেউ চায় না। মূলত এরাই দেশের স্বাধীনতা চায়নি। তারাই বাংলাদেশের কোনও উন্নয়ন ভালোভাবে নেয় না। জনগণ এই গুজব বিশ্বাস করে না। গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় এরা। গুজব রটনাকারী ১০০ জনকে ধরা হয়েছে। আরও ধরা হবে। গুজবের কারণে পদ্মা সেতুর কাজ বিলম্বিত হবে না।’

মধ্যপ্রাচ্য থেকে গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘যারা এ ধরনের কাজ করে তারা দেশে টিকতে না পেরে দেশ ছেড়ে পালায়। যেখানে গিয়ে আশ্রয় নেয়, সেখান থেকেই এই তৎপরতা চালায়।’

প্রিয়া সাহার বক্তব্যকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী কাজ করছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের এ তৎপরতা কাজে আসবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, থাকবে। ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বে যারা থাকেন, তারা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীত বজায় রাখতে অবদান রেখেছেন। আগামীতেও তাদের অবদান রাখতে আহ্বান জানাই।’ 

/এসআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন আ.লীগ নেতাদের
উপজেলা নির্বাচনটিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন আ.লীগ নেতাদের
রাইসির মৃত্যুতে লাভ কার?
রাইসির মৃত্যুতে লাভ কার?
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
এক উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী, বিপাকে ভোটার
এক উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী, বিপাকে ভোটার
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া