X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৪:০৪আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:৩১

ওবায়দুল কাদের (ফাইল ফটো) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নজরুলের দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করতে হবে।’

কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। বিবিসি’র জরিপে তিন জন শ্রেষ্ঠ বাঙালি— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এ মাসেই হারিয়েছি আমরা।’

মন্ত্রী বলেন, ‘কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, প্রেমের কবি, যৌবনের কবি, প্রতিবাদের কবি, অগ্নিবীণার কবি।’ কবির অসাম্প্রদায়িক চেতনার শিক্ষার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘কবি নজরুল ইসলাম সব সময় আমাদের অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়ে গেছেন। মানবতাবাদের শিক্ষা দিয়ে গেছেন। কবির প্রয়াণ দিবসে তার সমাধির পাশে দাঁড়িয়ে আজ আমরা শপথ নেবো বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করে কবির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার।’

তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমরা সবাই তার চেতনাকে ধারণ করছি, সম্মানে ভূষিত করছি। তাকে ধারণ করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!