X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতায় আনতে রিক্রুটিং এজেন্টদের সহায়তা প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩

‘মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতায় আনতে রিক্রুটিং এজেন্টদের সহায়তা প্রয়োজন’ মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সরকারের একার পক্ষে সম্ভব না বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, ‘দালালদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে রিক্রুটিং এজেন্টদের সহায়তার প্রয়োজন সরকারের।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
মুনিরুছ সালেহীন বলেন, ‘আমাদের একটি পরিষ্কার আইনি কাঠামো আছে। এর পাশাপাশি আমরা আরও কিছু পদক্ষেপ নিয়েছি যাতে অভিবাসন খাতে নৈতিকতা বজায় থাকে। অভিবাসন ব্যবস্থায় আপনারা সবাই জানেন যে, মধ্যস্বত্বভোগীদের একটি দৌরাত্ম আছে। যাদেরকে আমরা দালাল বলি। বেশিরভাগ অনৈতিকতার সঙ্গে এই দালালরাই জড়িত। কারণ আমাদের অভিবাসন ব্যবস্থায় দালালরা অদৃশ্য থাকে। অভিবাসন ব্যবস্থার প্রতিটি ধাপে দালালরা সক্রিয় থাকলেও আইনি কাঠামোতে তারা অদৃশ্য।’
মুনিরুছ সালেহীন আরও বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ তে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে কিছু বলা নেই। যার কারণে সম্প্রতি মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাসন খাতে দালালদের আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। দালাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে বলেছেন তিনি।’
শ্রম অভিবাসনে নৈতিকতার চর্চা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে পরিমাণ শ্রমিক কাজ করে আর তার ফলশ্রুতিতে যে পরিমাণ রেমিট্যান্স আসে, তাতে শ্রম অভিবাসনে বাংলাদেশ একটি ব্র্যান্ড। শ্রম অভিবাসনের দিক দিয়ে বাংলাদেশের যথেষ্ট সুনাম আছে। আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ আছে। যখন আমাদের অর্জনের খবর শুনতে পাই, ঠিক তখনই আবার অনৈতিক কাজের সন্ধান পাই, যা দুর্ভাগ্যজনক। আমি মনে করি, এটি আমাদের জন্য অন্যতম একটি চ্যালেঞ্জ।’

প্রধানমন্ত্রীর নির্দেশে সচেতনতামূলক প্রোগ্রাম ঢেলে সাজানো হচ্ছে এমনটি জানিয়ে তিনি বলেন, ‘অভিবাসন খাতে আরেকটি বড় সমস্যা হলো অভিবাসন খরচ। অন্যান্য দেশের তুলনায় আমাদের অভিবাসন খরচ বেশি, এর কারণ হলো আমাদের কর্মীরা যথাযথ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না। তাদের কাছে যে তথ্য যায় সেটা বাস্তবতার বাইরে। এতে করে কিছু কিছু রিক্রুটাররা সুযোগ পায় অতিরিক্ত অর্থ আদায়ের। তাই কর্মীদের সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার প্রচারণা চালাচ্ছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারণা ব্যবস্থা পুনরায় ঢেলে সাজাতে বলেছেন এবং আমরা তা করছি। ’
এর আগে কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইওএম'র মানব উন্নয়ন বিভাগের প্রধান মেরিনা ম্যাংকে, আইবিএফবি'র সভাপতি হুমায়ূন রশিদ। এছাড়া আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম উইংয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ রেজাউল হক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইওএম'র সিনিয়র শ্রম অভিবাসন বিশেষজ্ঞ লারা হোয়াইট।

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে