X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

শাহজালালে এক যাত্রীর লাগেজ নিয়ে যাচ্ছেন আরেক যাত্রী!

চৌধুরী আকবর হোসেন
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫

বিমানবন্দরে লাগেজের অপেক্ষায় যাত্রীরা ২৭ জুলাই ভোর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেলজিয়াম থেকে ঢাকায় আসেন জাবের উদ্দিন ও তার স্ত্রী জয়িতা। তাদের সঙ্গে একটি কার্টনে ছিল ৪০ হাজার (৩৭ লাখ ৮৮ হাজার টাকা) ইউরো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেল্টে দাঁড়িয়ে ব্যাগের জন্য অপেক্ষা করছিলেন। সব ব্যাগ এলেও আসেনি ইউরোভর্তি কার্টনটি। অভিযোগ জানালেন কাতার এয়ারওয়েজের কাছে, রিপোর্ট করলেন বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে। কয়েকদিন পার হলেও কার্টনের হদিস পাননি জাবের দম্পতি। পরে অভিযোগ করেন বিমানবন্দর আর্মড পুলিশের কাছে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ আবিষ্কার করে একই ফ্লাইটের আরেক যাত্রী কার্টনটি নিয়ে চলে গেছেন। খোঁজ‍ নিয়ে জানা গেলো, ওই যাত্রী কার্টন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে গেছেন। প্রথমে ওই যাত্রী কার্টন নেওয়ার কথা অস্বীকার করলেও পরে ইউরোভর্তি কার্টন উদ্ধার করে ৮ আগস্ট জাবের-জয়িতা দম্পতির কাছে ফেরত দেয় পুলিশ।

এ প্রসঙ্গে জাবের বলেন, ‘বিমানবন্দরে লাগেজ কাটার ঘটনা ঘটে এটা শুনেছিলাম। কিন্তু এভাবে ব্যাগ গায়েব হয়ে যাবে ভাবিনি। প্রথমে ভেবেছিলাম বিমানবন্দর বা এয়ারলাইনসের কেউ চুরি করেছে, কিন্তু অন্য যাত্রী নিয়ে যাবে এটা ভাবিনি।’

শুধু জাবের দম্পতি না, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কাটা, চুরি নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। অবস্থার পরিবর্তন ঘটাতে সিসি ক্যামেরা ব্যবহার ও নজরদারি বেড়েছে। এরপরও লাগেজ চুরি হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুসন্ধানে দেখা যায়, ভুলবশত অনেক যাত্রী আরেকজনের লাগেজ নিয়ে যাচ্ছেন। অনিচ্ছাকৃত ভুলের পাশাপাশি চুরির ঘটনাও ঘটছে। লাগেজ না পেয়ে প্রথমে বিমানবন্দর ও এয়ারলাইনস কর্মীদের দিকেই অভিযোগ যাত্রীদের। এপ্রিল থেকে আগস্টে কমপক্ষে ১১ যাত্রীর কাছ থেকে অন্য যাত্রীর লাগেজ উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই রকম লাগেজ হওয়ায় অনেক যাত্রী ট্যাগ চেক না করে অন্য যাত্রীর ল্যাগেজ নিয়ে চলে যায়। এসব ক্ষেত্রে ভোগান্তি হলেও যাত্রীরা লাগেজ ফেরত পান। কখনও কখনও ভুলে বিমানবন্দরে ব্যাগ ফেলে যান যাত্রীরা। তবে অনেক যাত্রী লাগেজ বেল্ট থেকে অন্য যাত্রীর লাগেজ চুরি করে নিয়ে যান। এপ্রিল থেকে এখন পর্যন্ত ১৪২ জনকে লাগেজ ফেরত দিয়েছে আর্মড পুলিশ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরে দেশি-বিদেশি ৩৯টি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হয়। এসব এয়ারলাইনসের দিনে গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এরমধ্যে ১৩০টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করছে। যাত্রীদের লাগেজ দ্রুত পেতে নতুন যন্ত্রপাতি সংযোজন, জনবল বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে বিমানবন্দরের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা। বিমানবন্দরের কর্মরত কর্মী, ল্যাগেজ হ্যান্ডলিং কর্মীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। বিমান থেকে নামার পর তাদের দেহ তল্লাশি করা হয়। এরপরও কারও যাত্রী হয়রানি, চুরির সঙ্গে সম্পৃক্ততা ধরা পড়লেই চাকরিচ্যুত করাসহ নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।

বিমানবন্দরে লাগেজের অপেক্ষায় যাত্রীরা বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘বিমানবন্দরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ভুলে ফেলে যাওয়া বা হারানো হোক, ব্যাগ যাত্রীর কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজে দেখে শনাক্ত করেছি এক যাত্রী অন্য যাত্রীর ব্যাগ নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। কেউ ভুলে নিয়ে যাচ্ছেন, আবার কেউ ইচ্ছাকৃতভাবে। এরকম ঘটনায় যাত্রীদের অভিযোগ পেলে আমরা লাগেজ উদ্ধার করে দিচ্ছি। কেউ কেউ ভুলে বিমানবন্দরে ব্যাগ ফেলে যান। সেগুলোও সংরক্ষণ করা হয়, তারপর যাত্রীকে ফেরত দেওয়া হয়।’

বর্তমানে কোনও যাত্রীর লাগেজ হারালে এয়ারলাইনসকে প্রতি কিলোগ্রামের জন্য ২০ ডলার ক্ষতিপূরণ দিতে হয়। সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন হওয়া আকশপথে পরিবহন আইন অনুযায়ী লাগেজ হারালে এয়ারলাইনসকে দিতে হবে ১৪০৭ ডলার। ফলে লাগেজ চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে এয়ারলাইনসগুলোর।

রিজেন্ট এয়ারওয়েজের সহকারী মহাব্যবস্থাপক কেএম জাফরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বের সব বিমানবন্দরে যাত্রীরা ট্যাগ মিলিয়ে নিজেদের ব্যাগ লাগেজবেল্ট থেকে সংগ্রহ করেন। কিন্তু আমাদের বিমানবন্দরে অনেক যাত্রী ট্যাগ চেক করেন না। ফলে অনেকেই একই রকম দেখতে আরেক যাত্রীর ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন। আবার কোনও কোনও যাত্রী আরেক যাত্রীর ব্যাগ চুরি করছে। যাত্রীরা শুরুতে ভাবেন বিমানবন্দরের কেউ চুরি করেছে।’

কেএম জাফরুজ্জামান বলেন, ‘নতুন আইনে জরিমানার হার বেড়েছে। এ কারণে এখন আমাদের সব যাত্রীকে চেক করতে হচ্ছে। এ কাজের জন্য জনবল বাড়াতে হয়েছে। আবার চেক করার কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তিও হচ্ছে। কিন্তু কে চুরি করছে, কে ভুল করে অন্য যাত্রীর ব্যাগ নিচ্ছে— এটা নিশ্চিত হয়ে ব্যাগ হস্তান্তর করা ছাড়া আমাদের আর কোনও উপায়ও নেই।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, গত তিন মাসে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কাটা হয়েছে এমন অভিযোগ আসেনি। বিমানবন্দরের সর্বত্র সিসি ক্যামেরা আছে। এগুলো ২৪ ঘণ্টা মনিটরিং হয়। ফলে কেউ চুরি করলে ধরা পড়বে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, ‘যাত্রীরে দ্রুত সময়ের মধ্যে এখন লাগেজ পাচ্ছেন। চুরির ঘটনা দুই একটা ঘটছে না, তা নয়। যারা চুরি করছে তারা জানে না যে প্রত্যেক জায়গায় আমাদের সিসি ক্যামেরা আছে। একমাত্র বিমান থেকে ব্যাগ নামানোর জায়গায় সিসি ক্যামেরা নেই। তবে বিমান থেকে নামার পর তাদের তল্লাশি করা হয়, একইসঙ্গে তাদের পকেটবিহীন পোশাক দেওয়া হবে। আমাদের আন্তরিকতার অভাব নেই। লাগেজ কাটা, চুরি করে পার পেয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।’

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
প্রকৌশলীদের অবদানেই বিমানবন্দরগুলো আধুনিকতার নতুন স্তরে পৌঁছেছে: বেবিচক চেয়ারম্যান
শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
এবার হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা
সর্বশেষ খবর
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় চালক-হেলপার আটক
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় চালক-হেলপার আটক
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য উপদেষ্টা
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য উপদেষ্টা
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
সমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব, তবে সতর্ক ভারত
ভারত-পাকিস্তান সংঘাতসমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব, তবে সতর্ক ভারত
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস