X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রিয়া সাহার বিষয়ে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি বিএনপির হারুনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২২

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বেসরকারি সংস্থার প্রতিনিধি প্রিয়া সাহার ‘নালিশের’ ঘটনায় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। সোমবার (৯ সেপ্টেম্বর) পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।

প্রিয়া সাহার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হু ইজ প্রিয়া সাহা? পররাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। উত্তর দিতে হবে আপনাকে। এই সংসদে বিবৃতি দিতে হবে। প্রিয়া সাহা কীভাবে মার্কিন প্রেসিডেন্টের কাছে পৌঁছালো। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য পাইনি। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় একটি বিবৃতি দিয়েছেন। প্রিয়া সাহার মিথ্যা দাবির পেছনে মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি রয়েছে। এটা সত্য হয়ে থাকলে তাহলে সে ধরনের বিবৃতি আমরা আশা করছি। ওই ঘটনায় কয়েকটি জায়গায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আদালত তা খারিজ করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘মানুষের জীবন চরমভাবে অনিরাপদ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। মাদক চোরাকারবারিদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। দুর্নীতি যারা করছে তাদের কেন হত্যা করছেন না। দুর্নীতি দমন কমিশন নামেমাত্র কাজ করছে। স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, কোনও ব্যবস্থা নেই। এসব ঘটনায় কানে তুলা না দিয়ে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে। এতে জাতি উপকৃত হবে।’
তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুতে কয়েকশ’ মানুষ মারা গেছে। কয়েক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। প্রতিনিয়ত নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ঘোষণার মধ্যেই আছে। ইতোমধ্যে শত শত কোটি টাকা লোপাট হয়ে গেছে। অকার্যকর ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি। জেলা উপজেলায় জনবল সংকটে রোগীদের সেবা দিতে স্বাস্থ্য বিভাগ হিমশিম খাচ্ছে। কোরবানির পশুর চামড়া মানুষ মাটিতে পুঁতে রাখছে। মন্ত্রী বলেছেন, বিএনপির নেতারা নাকি চামড়া কিনে মাটিতে পুঁতে রাখছে। এ ধরনের বক্তব্য মানুষের মধ্যে কী দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে জানি না। সব ধরনের দুধে সিসা পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বলছেন, দুধ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিক্রি করতে না পেরে মানুষ দুধ মাটিতে ফেলে দিচ্ছে। এসব আলামত ভালো নয়।

/ইএইচএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা