X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

দানবরূপী বাসচালকদের রুখতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

বাসচাপায় আহত আলভীর খোঁজখবর নিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অসচেতনভাবে গাড়ি চালানোর কারণে মানুষের মৃত্যু ও পঙ্গুত্ববরণ দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এসবই খুনের ঘটনা। সুতরাং এগুলোর লাগাম টেনে ধরতেই হবে। কিছু দানবরূপী বাসচালক আছে, যাদের রুখতেই হবে।’ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ট্রমা সেন্টারে বাসচাপায় গুরুতর আহত কিশোর আলভীকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রব নিহত হন। এ ঘটনার পর শনিবার (৮ সেপ্টেম্বর) ওই বাসেরই চাপায় পারভেজ রবের ছেলে আলভী গুরুতর আহত হন। এ সময় প্রাণ হারান তার বন্ধু মেহেদী।

এ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত শিল্পী পারভেজ রবকে যেভাবে চাপা দেওয়া হয়েছে, এরপর তার ছেলে একই কোম্পানির গাড়িতে যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, দুটিই দুর্ঘটনা কিনা, বিশেষ করে পরবর্তী ঘটনাটি তদন্তের দাবি রাখে। আমি মনে করি ভুয়া লাইসেন্স বা রোড পারমিট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

সরকার বিষয়টি নিয়ে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যাদের এভাবে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মানুষ প্রাণ ঝরে পড়ছে, সেই দানবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘বেশিরভাগ ড্রাইভারই ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করেন, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটান না। কিন্তু কিছু চালক বেপরোয়া গাড়ি চালান, একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নামেন। অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে চাপা দেন। এরা দুষ্কৃতকারী, দুর্বৃত্ত। তাই এদের অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। এ সময় বিনা খরচে আলভীর চিকিৎসার জন্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে তথ্যমন্ত্রী অনুরোধ জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল