X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উপজেলায় এমপিদের উপদেষ্টা থাকাটাই বাঞ্ছনীয়: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)

উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) উপদেষ্টা থাকার বিষয়টি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ। তারা এলাকার মানুষের দেখভাল করেন। তারা উপদেষ্টা থাকলে এলাকায় কাজের মান বাড়ে; আইনশৃঙ্খলার উন্নয়ন হয়। কাজেই আমি মনে করি, উপজেলায় এমপিদের উপদেষ্টা থাকাটাই বাঞ্ছনীয়।’

বুধবার (১১ সেপ্টেম্বর) সংসদে বিএনপির রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এ বিষয়ে রুমিন ফারহানার প্রশ্ন ছিল— উপজেলা আইনে এমপিদের উপদেষ্টা করে রাখা হয়েছে। এটি সংবিধানের ৫৯ ধারার সঙ্গে সাংঘর্ষিক। আইন সংশোধন করে এমপিদের উপদেষ্টা পদ বাদ দেওয়া হবে কিনা?

জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আর্সেনিক ঝুঁকি নিরসনে আর্সেনিক দূষণযুক্ত এলাকায় দুইহাজার ৩৯০টি রিংওয়েল বসানো হবে। প্রতিটি রিংওয়েল বসানোর জন্য তিন হাজার ৫০০ টাকা করে সহায়ক চাঁদা নেওয়া হবে।’

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনগুলোর জন্য মশা নিধন ও পরিচ্ছন্নতা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির জন্য সাড়ে সাত কোটি টাকা করে; চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটির জন্য এককোটি করে এবং খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ সিটির জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।’

মামুনুর রশীদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকা ওয়াসা রাজধানীর সব পাইপলাইন পরিবর্তন করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিএমএ (ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া) পদ্ধতি চালু করেছে। এর ফলে রাজধানীর কোথাও কোথাও পানির অপচয় ৫–৭ ভাগে নেমে এসেছে, যা আগে ৪০ ভাগ ছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্পের কাজ প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।’

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের শতকরা ৮৭ ভাগ মানুষ নিকটবর্তী উৎস থেকে নিরাপদ পানি সংগ্রহ করে। বর্তমানে নিরাপদ পানি সরবরাহের জন্য আট হাজার ৭৬৪ কোটি টাকা ব্যয়ে ৩১টি প্রকল্প চালু রয়েছে। এ ছাড়া, সরকারি ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় ৪০ হাজার ৯৪৬ কোটি টাকা ব্যয়ে আরও ৪৫টি প্রকল্প অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে।’

হাজী সেলিমের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, প্রতিদিন ঢাকা ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা ২৫৫ কোটি লিটার। এর বিপরীতে চাহিদা ২২৫–২৪৫ কোটি লিটার।

হাজী সেলিমের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটিতে ২৩টি পার্ক ও চারটি শিশুপার্ক রয়েছে। দক্ষিণ সিটিতে ১৯টি পার্ক রয়েছে। মন্ত্রী আরও জানান, ঢাকা দক্ষিণ সিটিতে নিবন্ধিত রিকশার সংখ্যা ৫২ হাজার ৭১২টি। উত্তর সিটিতে ২৭ হাজার ৩৯৭টি। বর্তমানে চলাচল করা রিকশার কোনও পরিসংখ্যান নেই।

প্রশ্ন করতে গিয়ে বিএনপির হারুনুর রশীদ স্পিকারের উদ্দেশে বলেন, ‘আমি বেকায়দায় আছি। গতকাল (সোমবার) মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলাম। আপনাকে এবং চিফ হুইপকেও ধন্যবাদ জানিয়েছিলাম। এ নিয়ে মিডিয়ার নিউজ হয়েছে, টকশোতে আলোচনা চলছে। দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।’

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা