X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতা আইন বাস্তবায়ন করলে জিডিপি বাড়বে: ইআরএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪

 প্রতিযোগিতা কমিশন ও ইআরএফ আয়োজিত সেমিনারে আলোচক আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন কাজ করছে বলে জানিয়েছে ইকোনমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) । সংগঠনটি আরও জানায়, এই আইন বাস্তবায়িত হলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার কমপক্ষে ২ শতাংশ বাড়বে। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।

যৌথভাবে সেমিনারটি আয়োজন করে প্রতিযোগিতা কমিশন ও ইআরএফ।

অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. আব্দুর রউফ বলেন, ‘বিশ্বের ১৩০টির বেশি দেশে বিভিন্ন নামে প্রতিযোগিতা আইন ও কমিশন রয়েছে। যে সব দেশ আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে, ওই সব দেশে জিডিপি ২ থেকে ৩ শতাংশ বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে ২০১২ সালে এই আইন হয়েছে। আইনটি বাস্তবায়নের জন্য ২০১৬ সালে কমিশন গঠিত হয়। কিন্তু এখনও বিধিমালা ও প্রশাসনিক কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পর্ক বাড়ানোর কাজ চলছে।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতা আইনে এই কমিশনকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে দেশের যে কোনও ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নোটিশ করা, তথ্য যাচাই ও পরিদর্শন করতে পারবে কমিশন। আর এ পর্যন্ত প্রতিযোগিতা কমিশনে দু’টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও অনুষ্ঠানে জানো হয়।

ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিযোগিতা কমিশনের পরিচালক মো. খালেদ আবু নাছের, শ্রম ও উন্নয়ন অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মুনির চৌধুরী, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরামর্শক মো. মঞ্জুর আহমেদ প্রমুখ। 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’