X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য সচিব হলেন ড. জাফর উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৫





ড. মো. জাফর উদ্দিন সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ড. মো. জাফর উদ্দীন চলতি বছরের ১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব পদে যোগ দেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব পদে যোগ দেন। এেই পদে যোগ দেওয়ার আগে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য।

ড. জাফর ২০০৮ সালে ফিলিাইন্সের ইউনিভার্সিটি অব ইস্ট হতে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০০ সালে যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন এবং ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ড. জাফর নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাব রক্ষক হিসেবে ১৯৮৮ সালে তার কর্মজীবন শুরু করেন। এরপর ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদাধিকার বলে জাতীয় ক্রীড়া পরিষদের সহ-সভাপতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ড. জাফর জনতা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লি., বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, পেট্রোবাংলা এবং ইনস্টিটিউট অফ ফিন্যান্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ