X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পর্যটন নিয়ে মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পর্যটন প্রতিমন্ত্রী

দেশের পর্যটন বিকাশের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দ্রুত এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

পর্যটনের মহাপরিকল্পনা প্রসঙ্গে পর্যটন সচিব মহিবুল হক বলেন, ‘পৃথিবীর অনেক দেশের জিডিপির বড় অংশ আসে পর্যটন থেকে। এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের জিডিপিতে পর্যটন খাত থেকে আমরা অবদান রাখতে চাই। পর্যটনের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘‘জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে, বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটনের অবদান সম্পর্কে অবহিত করা। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদার সঙ্গে ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৯’ পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে— ‘ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে।’’  

মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পর্যটন নিয়ে জনসাধারণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এবছর প্রথমবারের মতো সারাদেশের প্রতিটি জেলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিটি জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে একত্রিতভাবে বিশ্ব পর্যটন দিবসের উদযাপনকে আরও অর্থবহ করতে চাচ্ছে। পর্যটন দিবস উপলক্ষে এবছর পর্যটন বিচিত্রা’র আয়োজনে আগামী ২৬ সেপ্টেম্বর বিভিন্ন দেশের অংশগ্রহণে বসুন্ধরা সিটিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ারের’ উদ্বোধন করা হবে। এই মেলা ২৬,২৭ ও ২৮ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, এই পর্যটন মেলার প্রধান স্পন্সর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। এছাড়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পৃষ্টপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন থাকবে। পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন হোটেল ও মোটেল আলোকসজ্জায় সজ্জিত হবে এবং অতিথিদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।

এছাড়া, বিশ্ব পর্যটন দিবসে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে সকাল সাড়ে আটটায় একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট-কাওরান বাজার-হাতিরঝিল-মগবাজার হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসে সমাপ্ত হবে। এদিন সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন করপোরেশনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবসের ওপরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা