X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংসদ এলাকা থেকে কুকুর তাড়ানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৫:০২আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:৫৬

জাতীয় সংসদ ভবন  (ছবি- সাজ্জাদ হোসেন)

সংসদ ভবন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর তাড়াতে বলেছে সংসদ কমিটি। কমিটি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আগামী ডিসেম্বরের মধ্যে এই এলাকার সব ধরনের কুকুর স্থানান্তর করার সুপারিশ করে। এক্ষেত্রে দরকার হলে ডগ হোম নির্মাণ করে সেখানেই স্থানান্তর করার পরামর্শ দিয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সংসদ কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদ ভবনের আসাদ গেট সংলগ্ন বন্ধ তালুকদার পেট্রোল পাম্পটি পুনরায় চালুর উদ্যোগ নিতে সংসদ সচিবালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে পিডব্লিউডির মিরপুরে নির্মিত ভবন সংসদ সচিবালয়ের কাছে হস্তান্তরের সুপারিশ করা হয়।

এছাড়া, আগারগাঁও এলাকায় আরও দুটি ভবন নির্মাণ করার সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা বরাদ্দের ক্ষেত্রে সরকারি নিয়মের প্রাপ্যতা ঠিক রেখে বরাদ্দের সুপারিশ করা হয়।   

বৈঠকে সংসদ ভবন ও সংসদ সদস্য ভবন এলাকা থেকে সকাল ৮টার আগে ময়লা অপসারণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ এলাকায় নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা অব্যাহত রাখতে উত্তর সিটি করপোরেশনকে ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয় সংসদ সদস্যদের নামে বরাদ্দ করা শেরেবাংলা নগরের অফিসগুলোর তত্ত্বাবধান ও ভাড়া আদায়ের দায়িত্ব মেম্বারস ক্লাবের পরিবর্তে হোস্টেল শাখার কাছে হস্তান্তর করা হয়। এর পরিপ্রেক্ষিতে হোস্টেল শাখা ১৪ মে থেকে ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত তাদের আদায় করা হিসাব দাখিল করে। 

এতে দেখা যায়, এলডি হল ভাড়া বাবদ ৮ লাখ ৬৫ হাজার, ডেকোরেটর থেকে ১৫ হাজার, ক্যান্টিন স্পেস ভাড়া বাবদ ৬৫ হাজার, আজীবন ফি বাবদ ১১ লাখ এবং অফিস ভাড়া বাবদ ১৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা—অর্থাৎ সর্বমোট ৩৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা আদায় হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ এবং হুইপ মাহবুব আরা বেগম গিনি অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা