X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বেআইনিভাবে ছাঁটাই বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:০৭

 ‘গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’-এর সমাবেশ বেআইনিভাবে পোশাককর্মী ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’। র‌বিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান।   

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে তৈরি পোশাক  রফতানি হয়েছিল ১ হাজার ৯০০ কোটি ডলারের, বর্তমানে তা ৩ হাজার ১০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। আজ জাতীয় রফতানির ৮৩ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। অথচ এই শিল্পের শ্রমিকেরা পুরস্কৃত হওয়ার পরিবর্তে মালিকদের  শোষণ-নির্যাতনের শিকার হচ্ছেন।  

বক্তারা আরও বলেন, মালিকদের শোষণ বাধাহীন করার জন্য শ্রম আইনের  ২৩, ২৬, ২৭ নম্বর ধারার মতো অগণতান্ত্রিক শ্রমিক নির্যাতনের হাতিয়ার মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মালিকদের স্বার্থ নিশ্চিত করে তৈরি এই শ্রম আইনে শ্রমিকের অধিকারের যেটুকু স্বীকৃতি রয়েছে, আজ তাও চরমভাবে লঙ্ঘিত।’

সমাবেশে বক্তারা ব‌লেন, ‘কোনও শ্রমিকের চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে তিনি নিজে চাকরি থেকে অব্যাহতি নিলে গ্রাচ্যুয়টি পাওয়ার অধিকারী হবেন না। শ্রম আইনের এই বিধানের সুযোগ নিয়ে মালিকরা শ্রমিকের চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগেই তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করছেন। আবার যেসব শ্রমিকের চাকরির বয়স ৫ বছরের বেশি হয়ে গেছে, তাদের বিরুদ্ধে ২৩ ধারায় শৃঙ্খলাভঙ্গের মিথ্যা অভিযোগ তুলে আইনানুগ পাওনাদি অত্মসাৎ করে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিবাদী শ্রমিকদের নামে মিথ্যা মামলা দায়ের করে তাদের ন্যায্য পাওনার দাবি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।  

এ সময় হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করে শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পাওনা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আহসান হাবিব বুলবুল, সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ পোশাককর্মীরা।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া