X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আইনের ফাঁকফোকর দিয়ে আবরারের হত্যাকারীরা পার পাবে না: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ১৮:২২আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:২৪





আইনের ফাঁকফোকর দিয়ে আবরারের হত্যাকারীরা পার পাবে না: আইনমন্ত্রী আইনের ফাঁকফোকর দিয়ে বুয়েটছাত্র আবরার ফাহাদের হত্যাকারীরা পার পাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদারকি করা হচ্ছে এবং সেভাবেই এ মামলার জন্য আলাদা প্রসিকিউশন গঠন করা হয়েছে। মামলার তদন্ত চলছে। অধিকাংশ আসামি ধরা পড়েছে। কেউ কেউ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মামলার তদন্ত শেষ হলেই চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনেই র‌্যাগিংয়ের বিচার হবে। এ জন্য নতুন আইনের প্রয়োজন হবে না। কেউ অভিযোগ করলে ৩২৩ ধারায় এই অপরাধের বিচার হবে। নিজ উদ্যোগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের র‌্যাগিং বন্ধ করা উচিত বলেও মত দেন তিনি।
আনিসুল হক বলেন, লেবার রাইটসের ব্যাপারে এর আগে যত কমিটমেন্ট করেছিলাম তার সবক’টি রেখেছি। আজকের বাস্তবতা স্বীকার করে ইইউ প্রতিনিধিরা বলেছেন, আমরা এ বিষয়ে আরও কীভাবে অগ্রগতি করতে পারি সেজন্য ইইউ আলোচনা করতে চায়।
তিনি বলেন, এ জন্য ইইউ কী চায়, আমরা সেটাও জানতে চেয়েছি। আমরা কী কী পরিকল্পনা গ্রহণ করেছি আর বাস্তবায়ন করেছি, সেটাও জানাবো। এরপর কোথায় মতৈক্য, সেটাও আমরা বুঝতে পারবো। আর যেখানে মতপার্থক্য হবে, সেটাও আমরা বিশ্লেষণ করতে পারবো।
হিউম্যান রাইটস নিয়ে সরকার অত্যন্ত সচেতন দাবি করে আইনমন্ত্রী বলেন, এটা রক্ষা করা সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। বিষয়টি ইইউকে জানানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন...


আবরার হত্যা: মাদক দিয়ে ‘গণপিটুনির নাটক’ সাজাতে চেয়েছিল ছাত্রলীগ 

‘ছাত্রলীগের নেতাকর্মীদের না চিনলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

 

 

/এসআই/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা