X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজবে ত্রিপক্ষীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২২:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:৫৭





রোহিঙ্গা শিবির রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও মিয়ানমার নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটির প্রথম বৈঠক এ মাসে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক, বাংলাদেশে নিযুক্ত চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূত এই কমিটির সদস্য।
২০১৭ সালের ২৩ নভেম্বর স্বাক্ষরিত রোহিঙ্গা প্রত্যাবাসন অ্যারেঞ্জমেন্ট এবং জানুয়ারিতে ধার্য হওয়া ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টকে ভিত্তি ধরে প্রত্যাবাসনের জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো চিহ্নিত করে এই কমিটি স্ব স্ব সরকারের কাছে সুপারিশ করবে।
এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘এই কমিটি গঠনের আগে এর সদস্যদের নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং আমরা আশা করছি, এই সপ্তাহের মধ্যে যদি না হয় তবে আগামী সপ্তাহে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে।’
গত সেপ্টেম্বরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, প্রত্যাবাসনের আগে রাখাইনে পরিস্থিতি উন্নত করতে হবে এবং এ বিষয়ে বেইজিং একমত বলে তিনি জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রত্যাবাসনের জন্য রাখাইনে পরিস্থিতি উন্নয়নে কী করা যায় সেটি চিহ্নিত করা এবং রোহিঙ্গারা যেন নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে সেটির সমাধান খুঁজে বের করা।’
এ বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘এখানে আস্থার সংকট আছে এবং এটিকে প্রথমে দূর করতে হবে।’
তিনি বলেন, চীনের নেতৃত্বে ভারত, রাশিয়া, জাপান, আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাইকে নিয়ে এই সমস্যা সমাধানে বড় একটি জোট গঠন করা যেতে পারে।
মিয়ানমারে বাংলাদেশের সাবেক ডিফেন্স অ্যাটাশে শহীদুল হক বলেন, ‘তিন মন্ত্রীর বৈঠকে আলোচনা হয়েছিল রোহিঙ্গাদের একটি দল রাখাইন সফর করে সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করবে, কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি মিয়ানমার।’
যদি মিয়ানমার এই সমস্যা সমাধানে আন্তরিক না হয়, তবে এই কমিটি খুব বেশি কাজ করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক ওই কর্মকর্তা।

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’