X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অভিযানে জব্দ ইলিশ যায় কোথায়?

শফিকুল ইসলাম
২১ অক্টোবর ২০১৯, ০৮:০৪আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:০৯

ইলিশ (ফাইল ছবি) ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে কাউকে ইলিশ ধরা, মজুত কিংবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক কারাদণ্ড দেন অথবা জরিমানা আদায় করে ছেড়ে দেন। এ সময়ে জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়া, কখনও কখনও জব্দ করা মাছে কেরোসিন ঢেলে খাওয়ার ‘অযোগ্য’ করে মাটিতে পুঁতে ফেলারও রেওয়াজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

খোঁজ নিয়ে জানা গেছে, মা ইলিশ রক্ষায় যখন নদীতে মাছ ধরার ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা থাকে, তখন সরকারের বিভিন্ন সংস্থা ও জেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কিছু অসাধু জেলে নদীতে ইলিশ মাছ ধরে। এসব মাছ সূর্যোদয়ের আগে আগে তারা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাছ ধরা হয় বলে মোটামুটি কম মূল্যেই বিক্রি করে চলে যান জেলেরা।

প্রসঙ্গত, ০৯ অক্টোবর (বুধবার) ভোর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের ৬টি ইলিশ অভয়ারণ্যসহ ইলিশ অধ্যুষিত নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একইসঙ্গে এই ২২ দিন ইলিশ মাছ পরিবহন, মজুত, সংরক্ষণ ও বিক্রিও বন্ধ রয়েছে। প্রজনন মৌসুমে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। ডিম ছাড়তে সক্ষম এমন পরিণত ইলিশ এই সময় ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিঠাপানির নদীতে আসে। ডিম ছাড়ার এই সময়কে নির্বিঘ্ন করতেই সরকার ওই সময় সব ধরনের মাছ শিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। এ বছর এই ২২ দিনে মোট ২টি পূর্ণিমা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একটি পূর্ণিমা গেছে ১৩ অক্টোবর, পরবর্তী পূর্ণিমা পাওয়া যাবে ২৮ অক্টোবর।

এই ২২ দিন দেশের ৬টি অভয়াশ্রমসহ উল্লেখযোগ্য নদীতে সরকার ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের পক্ষ থেকে প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে ১৫ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময়। প্রতিবছর এই সময়ে নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। কিন্তু এরপরও এই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই মাছ ধরে। অবৈধভাবে এই মাছ ধরা ঠেকাতে জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট থানা পুলিশ নদীতে অভিযান চালায়। এসব অভিযানে প্রচুর ইলিশ জব্দ করা হয়। কিন্তু জব্দ করা ইলিশ কোথায় যায় তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘শুধু জেলা প্রশাসনই নয়, মা ইলিশ রক্ষায় নদীতে নৌ-পুলিশ, কোস্টগার্ড এমনকি থানা পুলিশও অভিযান চালায়। যদিও আমি এসব সংস্থাকে যৌথভাবে অভিযান চালাতে বলেছি। এসব অভিযানে জব্দ করা জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়। আর ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়।’

জব্দ করা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরীও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করি। বাজারগুলোয় অভিযান চলছে। লুকিয়ে মাছ ধরলে তা আরও কঠোরভাবে মনিটরিং করা হবে।’

প্রায় একই তথ্য জানালেন বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বছর মা ইলিশ রক্ষায় বরগুনার নদীগুলোয় অভিযান চালানো হয়েছে। তবে এসব অভিযানে কোনও ইলিশ মাছ জব্দ করা হয়নি। কিছু জাল জব্দ করা হয়েছে, যা অভিযান শেষে পুড়িয়ে ফেলা হয়েছে।’

অভিযানের সময় জব্দ করা ইলিশ বাজারে বিক্রি করা হয় না বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন ‘জব্দ করা খাওয়ার যোগ্য মাছগুলো স্থানীয় মাদ্রাসা বা এতিমখানাসহ অন্য ধর্মাবলম্বীদের এতিমখানার মতো প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হয়। আর যেগুলো খাওয়ার অযোগ্য, সেগুলো মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ’

উল্লেখ্য, ইলিশের জন্য সরকারের ঘোষণা করা মোট ছয়টি অভয়াশ্রম হচ্ছে—ভোলার চর ইলিশার মদনপুর থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার, শরীয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত পদ্মার ২০ কিলোমিটার, বরিশাল সদরের কালাবদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দীগঞ্জের বামনীরচর পয়েন্ট পর্যন্ত ১৩ কিলোমিটার, মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীর হাটপয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হিজলায় মেঘনার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দীগঞ্জ সংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত মোট ২৬ কিলোমিটার।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদ কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
ঈদ কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়
শুটিংয়ের অন্তরালে...
শুটিংয়ের অন্তরালে...
সোনার দাম কমলো
সোনার দাম কমলো
মামুনুল হকের বিরুদ্ধে তৃতীয় দফায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
মামুনুল হকের বিরুদ্ধে তৃতীয় দফায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের