মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তরায় হচ্ছে দুর্নীতি বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সোমবার (৪ নভেম্বর) সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন কিনা, সেটা সংস্থাটির এখতিয়ার।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি দমনে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় দুদক ও মানবাধিকার কমিশন একসঙ্গে কাজ করবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, সেখানেই কাজ করবে মানবাধিকার কমিশন।’
সরকারের কর্মকাণ্ডে যদি মানবাধিকার লঙ্ঘন হয়, তা বন্ধ করতেও কাজ করবে মানবাধিকার কমিশন বলে জানান তিনি।