X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

সংসদে ভূ-মণ্ডল সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব দেবে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২২:৪৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২২:৫০

সংসদে ভূ-মণ্ডল সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব দেবে কমিটি জাতীয় সংসদে ভূ-মণ্ডল সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণার (প্ল্যানেটরি ইমার্জেন্সি) প্রস্তাব আনবে পরিবেশ ও বন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। সংসদ সদস্য হিসেবে কমিটির সভাপতি বা অন্য কোনও সদস্য এই প্রস্তাব সংসদে তুলবেন। সংসদের আসন্ন ৫ম অধিবেশনেই এই প্রস্তাব তোলার উদ্যোগ নেওয়া হবে। তবে, স্বল্প সময়ের এই অধিবেশনে এটি তোলা সম্ভব না হলে পরবর্তী অধিবেশনে তোলা হবে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এই তথ্য জানান।

এ বিষয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তন যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশের সংসদে জলবায়ু পরিবর্তন বিষয়ক জরুরি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তবে, আমরা দেখতে পাচ্ছি কেবল জলবায়ুই নয় আগামী বিশ্বকে বায়ু দূষণ, নিরাপদ পানি ও খাদ্য সংকট, দুর্যোগসহ জীববৈচিত্র্যসহ বিভিন্ন সমস্যায় পড়তে হবে। এই বিষয়টি বিবেচনা নিয়ে আমরা সংসদে প্ল্যানেটরি ইমার্জেন্সি মোশন প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সংসদে এই প্রস্তাব গ্রহণ হলে, তা হবে বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম।

আগামীকে ইকো সিস্টেমে নানা নেতিবাচক প্রভাব পড়ার কথা উল্লেখ করে এ প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী আরও বলেন, ‘বিশ্বে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে আগামীতে ৫০ শতাংশ খাদ্য উৎপাদন বাড়াতে হবে। ইতোমধ্যে পৃথিবী থেকে ৬৫ শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আগামীতে ১ মিলিয়ন প্রজাতি বিলুপ্ত হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘এই প্রস্তাবের বিষয়ে  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কথা বলেছিন। একটি চিঠিও দিয়েছি। সংসদ অধিবেশন শুরুর আগে যে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে সম্মতি পাওয়া গেলে হয়তো আসন্ন অধিবেশনেই এটা তোলা সম্ভব হবে।’

প্রসঙ্গত, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে নোটিশ দিয়ে কোনও সংসদ সদস্য গুরুত্বপূর্ণ বা জরুরি কোন বিষয়ে কোনও প্রস্তাব তুলতে পারেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ২০৫০ সালে বাংলাদেশের ৪ কোটি ২০ লাখ মানুষ হুমকির মুখে পড়বে। তারা বাস্তুচ্যুত হবে। ওই সময় অনেক দ্বীপ রাষ্ট্র হারিয়েও যেতে পারে। এজন্য মাদ্রিদে অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক আসন্ন সম্মেলনে (কপ-২৫) আমরা যারা বেশি ঝুঁকিপূর্ণ দেশ আছি, তাদের যৌথ দর কষাকষি কী হতে পারে, তা নিয়ে কথা বলেছি। বাংলাদেশ থেকে সরকারি প্রতিনিধি, একাধিক বিশেষজ্ঞ ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ওই কপ-২৫-এ যোগ দেবেন, তারা সবাই যেন দেশের পক্ষে অভিন্ন অবস্থানে থাকেন, সেজন্য সম্মেলনের আগে একটি সমন্বয় সভা করার সুপারিশ করা হয়েছে।

এদিকে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কপ-২৫ সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রণালয়, সিভিল সোসাইটি একই ঐকমত্যে আছে, সেই বিষয়টি তুলে ধরার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্যের মৃত্যুতে ঢাবিতে বৃহস্পতিবার শোক দিবস
সাম্যের মৃত্যুতে ঢাবিতে বৃহস্পতিবার শোক দিবস
সরকারি ৮০০ বই বিক্রি করতে নেওয়ার সময় দুই জন আটক
সরকারি ৮০০ বই বিক্রি করতে নেওয়ার সময় দুই জন আটক
আইপিএলে দল পাওয়া মোস্তাফিজ আমিরাতে গেলেন
আইপিএলে দল পাওয়া মোস্তাফিজ আমিরাতে গেলেন
মেহেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ দুই জন আটক
মেহেরপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ দুই জন আটক
সর্বাধিক পঠিত
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী