X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিয়ার উন্মুক্ত করা নিয়ে আলোচনা মন্ত্রিসভা কমিটির বৈঠকে

এস এম আব্বাস
০৭ নভেম্বর ২০১৯, ১৯:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২৩:১৩

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে বিকল্প খুঁজছে সরকার। আর সে কারণে বিয়ার উন্মুক্ত করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিয়ার উন্মুক্ত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আলোচনা পর্যন্তই। কোনও সিদ্ধান্ত হয়নি।

বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ওয়াইন ও বিয়ার বিক্রির লাইসেন্স রয়েছে। বারে ওয়াইন নিষিদ্ধ নয়। অন্তত বিয়ার উন্মুক্ত করলে ইয়াবাসহ বিভিন্ন ভয়ঙ্কর নেশা থেকে মানুষ দূরে থাকবে। এ কারণে বিয়ার উন্মুক্ত করা যায় কিনা তা নিয়ে ভাবা প্রয়োজন।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, নির্দিষ্ট জায়গা ছাড়া বিয়ার ও ওয়াইন নিষিদ্ধ থাকলেও তা কেউ মানছে না। চুপি চুপি অনেকেই এসব সেবন করছে। সেসব দিক বিবেচনা করে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ধর্মীয়ভাবে বিষয়টি কোনও পক্ষ নেতিবাচক দৃষ্টিতে নিতে পারে। সে কারণে সাবধানতার সঙ্গে আইনশৃঙ্খলা কমিটি বিষয়টি বিবেচনা করবে। সূত্র জানায়, কমিটির বৈঠকে কেউ কেউ বিয়ার উন্মুক্ত করলে ইয়াবাসহ ভয়ঙ্কর নেশা থেকে মানুষ সরে আসবে বলে মন্তব্য করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশে মাদকের প্রবেশ বন্ধে সীমান্তের ৩২টি পয়েন্টে টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ যৌথ টহল জোরদার করা হবে। মিয়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন সীমান্তে পথে যেন কোনও মাদক আসতে না পারে সে কারণে কঠোর নজরদারি করা হবে।

দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দেশব্যাপী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকবিরোধী, নারী নির্যাতনবিরোধী বহু সমাবেশ হয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর আছে।’

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল