X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আবারও আলোচনায় সুন্দরবন

উদিসা ইসলাম
১১ নভেম্বর ২০১৯, ০৪:২৭আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১০:২৯


সুন্দরবন মানচিত্র সুন্দরবনের কারণে বিস্তৃত হতে পারেনি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড়টি বনের ভেতর প্রবেশের পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় আবারও রক্ষা পেয়েছে উপকূলীয় জনগণ। ২০০৭ সালের সিডর এবং ২০০৯ সালের আইলাতেও একইভাবে এই অঞ্চলকে আগলে রেখেছিল সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন সমুদ্র উপকূলে বাঁধের মতো। ঘূর্ণিঝড় প্রায় একশ কিলোমিটার প্রশস্ত এই বন পার হয়ে আসতে স্বাভাবিকভাবেই তীব্রতা হারিয়ে ফেলে। সুন্দরবন ঘূর্ণিঝড়ের আঘাত সহ্য করে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি থেকে এই জনপদকে রক্ষা করে। অথচ এই বনটিকে রক্ষায় গুরুত্ব না দিয়ে উল্টো আমরা এটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি।

তাই এবারের ঘূর্ণিঝড়ের প্রবলতা কমার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্টিভিস্টরা আবারও সুন্দরবন বাঁচানোর বিষয়টি আলোচনায় নিয়ে এসেছেন। এমনকি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানও সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষায় আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

শনিবার রাত ৯টা থেকে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ ও ভারতীয় সুন্দরবন সীমান্ত দিয়ে প্রবেশ করে। তবে সুন্দরবনে ঘূর্ণিঝড় প্রবেশের পর সেটি দুর্বল হয়ে যায়। সুন্দরবন থেকে এটি ঘূর্ণিঝড় আকারে বের হতে পারেনি। ধীরে ধীরে ভোরের দিকে গভীর নিম্নচাপে রূপ নেয়। সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়টি দুর্বল হওয়া প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি সুন্দরবনের ভারতীয় অংশ দিয়ে প্রবেশ করে বাংলাদেশের অংশে এসে বনের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে দুর্বল হয়ে গেছে। সুন্দরবনের গাছপালার মধ্যে ঝড়ের শক্তি হ্রাস পেতে থাকে। ফলে লোকালয়ে প্রবেশের আগেই এটি গভীর নিম্নচাপে রূপ নেয়।’

সুন্দরবন নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন, সুন্দরবন বিশ্ব প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষার অন্যতম শক্তি। অথচ তেলের ট্যাঙ্ক ডুবে জল দূষিত হওয়া, বিভিন্ন শিকারি ও বিধ্বংসী নানা শিল্প-উদ্যোগে বারবারই ধ্বংসের মুখে পড়েছে সুন্দরবন। তেলগ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতা খান আসাদুজ্জামান মাসুম ফেসবুকে লিখেছেন, ‘সুন্দরবন আমাদের বাঁচায়, আমরা কি সুন্দরবন বাঁচাতে পারি না?’

সুন্দরবন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর হাসান মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুন্দরবন নিয়ে আমরা গর্ব করি। কিন্তু বনের প্রতি আমাদের যে দায়-দায়িত্ব তা আমরা পালন করি না। সুন্দরবনের চারপাশে যে কলকারখানাগুলো গড়ে উঠছে তা বনের জন্য ক্ষতিকর। নদীর এপারে সুন্দরবন ওপারে শিল্পকারখানা। আমাদের প্রত্যেকের উচিত আগামীর দিনগুলোর কথা ভেবে সুন্দরবন বাঁচাতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা। বন কীভাবে আগলে রাখে, বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘একক কোনও গাছ নয়, সুন্দরবনের যে প্রশস্ততা সেখানে সম্মিলিতভাবে গাছগুলো প্রতিরোধ গড়ে তোলে। আর এই প্রশস্ত পুরোটা পথ পাড়ি দিতে দিতে বাতাসের তীব্রতা কমে যায়।’

এই বন কীভাবে সুরক্ষা দেয় সে বিষয়ে সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমুদ্রে যখন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন তার তীব্রতা বেশি থাকে। সেটি স্থলভাগে এলে নানা জায়গায় ধাক্কা খায়। সুন্দরবন সমুদ্র উপকূলে প্রাকৃতিক বাঁধের মতো। বুলবুল বাংলাদেশের সুন্দরবন উপকূল দিয়ে ঢুকলে তীব্রতা অনেক বেশি থাকতো। পশ্চিম বাংলার বকখালি দিয়ে প্রবেশ করায় এর তীব্রতা এমনিতেই কমে গেছে।’ এর আগেও সুন্দরবনের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সিডর ও আইলার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু সুন্দরবনের সরণখোলার ওপর দিয়ে গেছে সে সময়। সেবারও সুন্দরবন এলাকা পার হয়ে লোকালয়ে ঢোকার সময় তীব্রতা কমে গিয়েছিল। বন নিজের ক্ষতি করে মানুষের ক্ষয়ক্ষতি আগলে রাখে।’

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুন্দরবন বারবার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করছে। সুন্দরবনের প্রতি কেউ যেন অযত্ন-অবহেলা করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নিতে বলবো।’

 

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা