X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উপকূলের উন্নয়নে আগামী ৪ বছর দৃশ্যমান কাজ করবো: দুর্যোগ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৭:৩২আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৩৪

 দুর্যোগ সহনীয় রাষ্ট্র গড়ে তুলতে এবং উপকূলের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার আন্তরিক। আমরা উপকূলের উন্নয়নে আগামী চার বছরের মধ্যে দৃশ্যমান কাজ করবো। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উপকূল ফাউন্ডেশন ও মাসিক এডুএইড আয়োজিত ‌‘ভয়াল ১২ নভেম্বর- উপকূল ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশকে দুর্যোগ সহনীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং উপকূলকে সুরক্ষিত করতে। বর্তমান সরকারের আগামী চার বছর মেয়াদে উপকূলের উন্নয়নে দৃশ্যমান কাজ করা হবে। প্রধানমন্ত্রী নিজেই উপকূল নিয়ে অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং কাজ করছেন।

তিনি বলেন, উপকূলের ভূমিহীন মানুষদের জন্য বিনামূল্যে ঘর করে দেওয়া, পাকা ঘর নির্মাণে লোন দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং উপকূল রক্ষায় উঁচু বাঁধ নির্মাণ করার মতো প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা ঘূর্ণিঝড় বুলবুল থেকে রক্ষায় ২১ লাখ লোককে পাঁচ হাজার ৭৮৮টি আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হয়েছি। এতে প্রাণহানির সংখ্যা কমে এসেছে।

গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, অতিরিক্ত সচিব পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক নিখিল রঞ্জন রায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য সচিব মো. জহুরুল হক প্রমুখ।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…