X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দ্রুত চার্জশিট হওয়ায় সন্তুষ্ট শিক্ষার্থীরা, আসামিদের স্থায়ী বহিষ্কারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ১৪:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৫:০৫

বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন, ফাইল ছবি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ায়  স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পুলিশ তদন্তের মাধ্যমে  অপরাধীদের শনাক্ত করায় এজাহারের বাইরেও অভিযুক্ত পাওয়া গেছে। এখন চার্জশিটভুক্ত আসামিদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কারে প্রশাসনের তৎপরতা দেখতে চায় শিক্ষার্থীরা।

তারা বলছেন, আবরার হত্যার পর থেকেই তাদের দাবি ছিল অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ীভাবে বুয়েট থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু উপাচার্য সেটি মেনে না নিয়ে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন। এখন দেখা যাক তিনি কী করেন। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তদন্ত কবে শেষ হবে জানেন না। এসব বিষয়ে প্রশাসনের সঙ্গে এক-দু’দিনের মধ্যে বসবেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী অন্তরা তিথি বলেন, ‘আমরা এখনও চার্জশিট হাতে পাইনি। গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে যতটা জেনেছি তার ভিত্তিতে মন্তব্য করা কঠিন।’

পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের তৎপরতার কারণে এজাহারের বাইরে থেকেও আসামি করা হয়েছে।  আমরা এখন এই আসামিদের স্থায়ী বহিষ্কারের দাবি জানাই। বুয়েট প্রশাসনের নিজস্ব তদন্ত কমিটি আসলে কী করলো সেসব নিয়েও আমরা এক-দুইদিনের মধ্যে তাদের সঙ্গে বসবো।’ 

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী শাকিল আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্রুততম সময়ে চার্জশিট পেয়েছি। এটাই শেষ ধাপ নয়। শেষ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়া এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে পারার বিষয় আছে।’

এর আগে বুধবার (১৩ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহারবহির্ভূত ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে চার জন। এর মধ্যে তিন জন এজাহারভুক্ত ও একজন এজাহারবহির্ভূত।

প্রসঙ্গত, গত  ৬ অক্টোবর  রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরে রাত তিনটার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন:

‘আবরার হত্যায় জড়িতরা উচ্ছৃঙ্খল আচরণে অভ্যস্ত ছিল’

আবরার হত্যায় সরাসরি অংশ নিয়েছিল ১১ জন

 

২৫ জনকে অভিযুক্ত করে আবরার হত্যা মামলার চার্জশিট

আবরার হত্যা: মাদক দিয়ে ‘গণপিটুনির নাটক’ সাজাতে চেয়েছিল ছাত্রলীগ 

‘ছাত্রলীগের নেতাকর্মীদের না চিনলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক