X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মোদির ‘জাল চিঠি’ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে ছাপা হওয়ায় ক্ষুব্ধ ভারত

রঞ্জন বসু, দিল্লি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৮:৫৭

রবীশ কুমারের টুইট বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা বলে দাবি করে একটি ‘জাল, দুরভিসন্ধিমূলক ও সংবেদনশীল বিষয়বস্তুর চিঠি’ প্রকাশ করেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এদিন তার অফিসিয়াল হ্যান্ডল থেকে টুইট করেছেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও মৈত্রীকে ক্ষুণ্ণ করার লক্ষ্যেই এটি একটি অপচেষ্টা।’

এর আগে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা।’

‘জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত’ বলেও ওই বিবৃতিতে মন্তব্য করা হয়।

মোদির ‘জাল চিঠি’ বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে, কথিত যে চিঠিটি নিয়ে ভারত এই আপত্তি জানিয়েছে সেটি আসলে টুইট করা হয়েছিল মার্কিন-প্রবাসী জনৈক পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। ওই ব্যক্তি সেখানে প্রধানমন্ত্রী মোদির লেখা কথিত চিঠিটির একটি প্রতিলিপিও পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে, নিজের সরকারি লেটারহেডে লেখা ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং তার আরও চার সহকর্মীকে অযোধ্যা বিতর্কে এক অবিস্মরণীয় রায় দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন।

‘এই রায় হিন্দুরাষ্ট্র গঠনের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে এবং ভারতের হিন্দুরা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে এই রায় মনে রাখবেন’ বলেও প্রধানমন্ত্রীর ‘স্বাক্ষরিত’ ওই চিঠিতে মন্তব্য করা হয়।

ওই টুইটটি করা হয়েছিল গত ১২ নভেম্বর, অর্থাৎ বাবরি মসজিদ-রামমন্দির বিতর্কে ভারতের সুপ্রিম কোর্টের রায় ঘোষণার তিনদিন পরেই।

এর দিন কয়েকের মধ্যেই বাংলাদেশের কয়েকটি পোর্টাল ও সংবাদপত্রের অনলাইন সংস্করণে এই ‘চিঠি’র প্রসঙ্গ তুলে খবর পরিবেশন করা হয় যে, প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভারতের প্রধান বিচারপতিকে এ ধরনের একটি চিঠি লিখেছেন।

এরপরই গোটা বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে আসে এবং ঢাকার ভারতীয় হাইকমিশন বিষয়টির কড়া নিন্দা জানিয়ে বিবৃতি জারি করে।

কিন্তু বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভারত শুধু তাতেই থেমে থাকেনি। এরপর দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এতে তীব্র নিন্দা জানিয়ে এই ‘অপচেষ্টা’র বিরুদ্ধে টুইট করে।

ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলছেন, দুদেশের মানুষের সম্পর্ক বিষিয়ে দেওয়ার চেষ্টাতেই যে এই ‘ষড়যন্ত্র’ রচনা করা হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। আর সে জন্যই তারা এটিকে অঙ্কুরে বিনাশ করতে চেয়েছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী