X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সংসদে খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:০৯

শেখ হাসিনা ও খালেদা জিয়া চিকিৎসার স্বার্থে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এসময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, ‘সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। তিনি এদেশের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সত্যিকার অর্থেই উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। মাননীয় সংসদ নেতাকে (শেখ হাসিনা) বিনীতভাবে অনুরোধ, অন্তত চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিন। উনার সুচিকিৎসার ব্যবস্থা আপনি (শেখ হাসিনা) গ্রহণ করুন। উনার (খালেদা জিয়া) যে বয়স উনি চলাফেরা করতে পারেন না। সংসদ নেতার দৃষ্টিতে বিষয়টি নিয়ে এসে এ বিষয় বিবেচনার জন্য অনুরোধ করবো।’

বিএনপি বাস্তব বিষয়টি তুলে ধরার জন্য এই সংসদে যোগদান করেছে দাবি করে বুয়েট ছাত্র আববার হত্যার চার্জশিট দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আবরার হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র হয়েছে। একজন মেধাবী ছাত্র নিহত হলো। পাশাপাশি ২৫ জন মেধাবী ছাত্রের জীবন বিপদাপন্ন হয়ে গেলো। এই ঘটনার দায় কি সংগঠন এড়াতে পারে? শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হত্যার এ অধিকার তাদের কে দিয়েছে? দেশের উচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। এর থেকে কীভাবে ফিরতে পারি—এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। মাত্র তিন দিনের সংসদ। এর মধ্যেও দেখছি, সংসদে মন্ত্রীদের চেয়ারগুলো খালি রয়েছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দিলেন অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী।’

একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে হারুনুর রশীদ বলেন, ‘পত্রিকায় নিউজ হয়েছে, হাওরের শাহেন শাহ। পুলিশ সুপার (এসপি) হারুনের নারায়ণগঞ্জ ও গাজীপুরের কার্যকলাপের নিউজ আসছে। এগুলো হতাশাজনক।’

রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী সংসদে বললেন, আর যাতে দুর্ঘটনা না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু আজই রেল দুর্ঘটনা। বগিতে আগুন। লাইনচ্যুত হয়ে ট্রেন উল্টে পড়ে আছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রেলের উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন। প্রতিদিনই যদি দুর্ঘটনায় বগি আর ইঞ্জিন ধ্বংস হতে থাকে, মানুষ মারা যেতে থাকে, এর কারণ অনুসন্ধান করে কী আমরা ব্যবস্থা নিতে পারবো না?’

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে