X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-চীন যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২৩:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বাণিজ্য ও পর্যটন বিকাশে অন্যান্য প্রতিবেশী দেশের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইউনান প্রাদেশিক কমিটির সম্পাদক চেন হাওয়ের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে সরকারের সফর বিনিময়ের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সিপিসি’র সদস্যদের মধ্যে সফর বিনিময় হতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের একজন মহান বন্ধু। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের আর্থসামাজিক অগ্রগতির ওপরও আলোকপাত করেন।’

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ থাকায় চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তারা এখানে আরও বিনিয়োগ করবেন।’ প্রতিনিধি দলের নেতা চেন হাও বলেন, ‘ইউনান প্রদেশের আরও উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বিকাশে দু’দেশ কাজ করছে।’ চেন হাও গত বছর ইউনান প্রদেশে অনুষ্ঠিত পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং বিসিআইএম অর্থনৈতিক করিডরের প্রতি সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। এ দু’টি উদ্যোগ চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে।

সিপিসি নেতা জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ শতাংশ অর্জিত হওয়ায় বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘ইউনান প্রদেশের প্রবৃদ্ধিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।’

চেন হাও বলেন, ‘৭৫০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী প্রাদেশিক সরকারের বৃত্তি নিয়ে ইউনান প্রদেশে পড়াশোনা করছে।’ তিনি ২০১০ ও ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে তার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। ৮ সদস্যের চীনের প্রতিনিধিদের মধ্যে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ