X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আজ নয়, বিমানে পেঁয়াজ আসবে কাল

শফিকুল ইসলাম
১৯ নভেম্বর ২০১৯, ১৬:০৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৬:৩৭

পেঁয়াজ মিসর থেকে আমদানি করা পেঁয়াজবাহী কার্গো বিমান আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) নয়, আগামীকাল বুধবার (২০ নভেম্বর) রাতে ঢাকায় আসবে। একটি যাত্রীবাহী বিমানে করে আসবে পেঁয়াজের এই চালান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে প্রতিদিন একটি করে কার্গো বিমান পেঁয়াজ নিয়ে ঢাকায় পৌঁছাবে। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, মিসর থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকার পথে রয়েছে। পেঁয়াজবাহী এই উড়োজাহাজ এসভি ৩৮০২ মিসরের কায়রো বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ২০ নভেম্বর বুধবার রাত ১টায়। এটি সৌদি এয়ারলাইন্সের একটি প্যাসেঞ্জার বিমান বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপ এ পেঁয়াজ আমদানি করছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের কার্গো বিমান (বিএইচএ ৫৪১৯) পেঁয়াজ নিয়ে কায়রো থেকে সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। এর পরের দিন ২২ নভেম্বর শুক্রবার রাত ১টায় সৌদি এয়ারলাইন্সের কার্গো বিমান মিসরের কায়রো থেকে পেঁয়াজ নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এরপর থেকে প্রতিদিন একটি করে পেঁয়াজবাহী কার্গো বিমান সরাসরি মিসরের কায়রো থেকে ঢাকায় আসবে। অগ্রাধিকার ভিত্তিতে বিমানবন্দর থেকে এসব পেঁয়াজ ছাড়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং, সিভিল এভিয়েশন এবং কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, পণ্যবাহী উড়োজাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় দ্রুত সংকট মেটাতে পেঁয়াজের প্রথম চালানটি যাত্রীবাহী উড়োজাহাজে করে আনা হচ্ছে। তবে পরের চালানগুলো সবই আসবে কার্গো বিমানে।

এদিকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকার একজন কর্মকর্তা জানিয়েছেন, পেঁয়াজবাহী সৌদি এয়ারলাইন্সের কার্গো বিমান মিসরের কায়রো বিমানবন্দর থেকে ছেড়ে জেদ্দা বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবতরণ করবে জ্বালানি নেওয়ার জন্য। জ্বালানি নেওয়ার কাজ শেষ করেই কার্গো বিমানটি ঢাকার পথে রওনা করবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সফর শেষে আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকালেই ঢাকায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। বাণিজ্যমন্ত্রী বিমান থেকে ঢাকায় নামার পর আর বাসভবনে যাননি বলে জানা গেছে। বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিব সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন পেঁয়াজবাহী কার্গো থেকে আনুষ্ঠানিকভাবে আমদানি করা পণ্য গ্রহণ করার জন্য।

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এসব পেঁয়াজ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে। যা টিসিবির ব্যবস্থাপনায় বাজারজাত করে ক্রেতার হাতে পৌঁছানো হবে। 

আরও পড়ুন- 
কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসছে আগামীকাল

পেঁয়াজের মূল্য ইস্যুতে ২৫০০ ‘অসাধু ব্যবসায়ীর’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা

কমছে পেঁয়াজের দাম, কিন্তু কেন?

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!