X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশে নদী দখলদার ৪৯ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৯:৫২

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি দেশের বিভিন্ন নদ-নদীতে ৪৯ হাজার ১৬২ জন দখল বসিয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে নদী কমিশন। দখলদারের হাত থেকে নদ-নদী উদ্ধারে কমিশন কাজ করছে বলেও কমিটিকে জানানো হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য তুলে ধরে নদী কমিশন।

তবে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে দখলদারের সংখ্যাকে নদ-নদীর সংখ্যা বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ তথ্য সঠিক বলে জানানো হয়। পরে অবশ্য ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে ফোন করে ভুল স্বীকার করেন এবং বলেন, এটি নদীর সংখ্যা নয়, দখলদারের সংখ্যা। এ বিষয়ে জানতে চাইলে মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘৪৯ হাজার নদী হওয়ার কথা নয়, এটি দখলদার হবে।’
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর অংশ নেন।
বৈঠকে জানানো হয়, দখল হওয়া নদীগুলো দখলমুক্ত করতে যেসব মামলার মুখোমুখি হতে হচ্ছে, সেসব দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আইনজীবী নিয়োগ করা হয়েছে।
দখল হওয়া এসব নদী উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে তার অগ্রগতি কমিটিকে জানানোর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জাতীয় নদীরক্ষা কমিশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া এ-সংক্রান্ত আইনে কোনও পরিবর্তন-সংযোজনের প্রয়োজন আছে কিনা, তার খসড়া সুপারিশ ও দখল হওয়া নদীগুলোর ম্যাপসহ কমিটিতে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা