X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানি বাহিনীর বিচার হলে রোহিঙ্গা হত্যা হতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৮:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৮:৪২

‘১৯৭১ সালের গণহত্যা, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা । বাংলাদেশসহ এই অঞ্চলের স্বার্থে রোহিঙ্গা গণহত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল শিক্ষক অধ্যাপক  মুনতাসীর মামুন। তিনি বলেন, ‘পাকিস্তানি বাহিনীর গণহত্যারও বিচার করতে হবে। স্বাধীনতার পর পাকিস্তানি বাহিনীর বিচার হলে রোহিঙ্গা নির্যাতন হতো না। রোহিঙ্গা হত্যাও হতো না।’ শুক্রবার (২২ নভেম্বর) সকালে  বাংলা একাডেমিতে  আয়োজিত ‘১৯৭১ সালের গণহত্যা, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের আয়োজন করে  ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট।’

মুনতাসীর মামুন বলেন, ‘আমরা তাদের কথা যেন মনে রাখি, এ রাষ্ট্র গড়ে ওঠার পথে কত মানুষের কান্না, কত মানুষের জীবন দিতে হয়েছে। বহু পথ পেরিয়ে আমরা ঘাতকদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছি। দক্ষিণ এশিয়ায় আমরা প্রথম মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে পেরেছি। এটি এখনও চলছে। তবে একটি দুঃখ আছে, আমরা এখনও পাকিস্তানি বাহিনীর বিচার শুরু করতে পারিনি।’

এই শিক্ষক আরও বলেন, ‘জিয়া-খালেদা-নিজামীর অপপ্রচারের জন্য সেই সব স্মৃতি বিনষ্ট হয়ে গেছে। শত সংকট ও লাঞ্ছনার পরও মানবতাবিরোধীদের বিচারকার্য সম্পন্ন হচ্ছে। কিন্তু দুঃখ হচ্ছে, পাকিস্তানিদের এখনও বিচার করা যায়নি। রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিক সমাধান করতে হবে। না হয় বাংলাদেশ ও  আশেপাশের দেশগুলো আক্রান্ত হবে জঙ্গিবাদ ও মৌলবাদের মাধ্যমে। একাত্তরের ঘাতক-খুনি পাকিস্তানিদের বিচার করতে আমরা পারবো।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি।’

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এতে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পী হাশেম খান প্রমুখ।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৭টি দেশের প্রতিনিধি আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করবেন। ভারত, ইতালি, তুরস্ক, কম্বোডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, যুক্তরাজ্য থেকে ৫০ জন বিশেষজ্ঞ গবেষক এতে যোগ দিয়েছেন।  

শনিবার (২৩ নভেম্বর) সম্মেলনের সমাপনী অধিবেশন এবং সম্মেলনের সহ-আয়োজক সংগঠন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া