X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এটা কোনোভাবেই রাজাকারের তালিকা নয়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:১৯আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০২

শেখ হাসিনা

রাজাকারের তালিকায় কিছু মুক্তিযোদ্ধার নাম ঢুকে যাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মুক্তিযোদ্ধাদের কাছে দুঃখ প্রকাশ করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এ অসন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ তালিকা কোনোভাবেই রাজাকারের তালিকা নয়। এটা যাচাই-বাছাই করা হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে, শাস্তি দেওয়া হবে। এখনও মাইন্ডসেটের কিছু সমস্যা আছে। সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, তেমন কিছু রয়ে গেছে। আমরা সেগুলা ঠিক করে ফেলবো। কোনও মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না, এটা হতে পারে না—এটা অসম্ভব। অন্তত আওয়ামী লীগ সরকারের আমলে না।’

তিনি বলেন, ‘যারা ওই সময় জন্ম নেয়নি—এমন অনেকেরও নাম এ তালিকায় ঢুকে গেছে। এটা যারা দেখেছে তাদের মনে খুব কষ্ট লেগেছে, আঘাতও লেগেছে। রাজাকারদের যেটা তালিকা তার আলাদা গেজেট করা আছে। সেটা কিন্তু একেবারে আইনগতভাবে গেজেট করা, আলবদরের গেজেট করা আছে আলাদা, আলশামসের গেজেট করা আছে আলাদা। সবগুলোর কিন্তু গেজেট নোটিফিকেশন করা আছে। মানবতাবিরোধী হিসেবে আমরা যখন বিচার করতে শুরু করি, তখন কিন্তু ওই গেজেট থেকেই তালিকা নিয়ে বিচারকার্য হয়েছে। কাজেই এখানে একটা ভুল বোঝাবুঝির মতো অবস্থা সৃষ্টি হয়েছে।’

সরকারপ্রধান বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বলেছি সব ঠিক করতে, সংশোধন করতে।’
রাজাকারের তালিকায় নাম থাকা মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন তাদের বলবো দুঃখ পাওয়ার কিছু নেই। যারা মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবার তারা সব সময় আমাদের কাছে শ্রদ্ধেয়। তারা জাতির কাছে সব সময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।’ এর কোনও ব্যত্যয় হবে না বলে মন্তব্য করেন তিনি।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বর্তমান মেয়াদে হচ্ছে না রাজাকারের তালিকা
রাজাকারের তালিকা প্রকাশে নেই অগ্রগতি
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক