বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৭তম দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার হিসেবে ২৩৪ জন বাংলাদেশি ক্যাডেট কমিশন পেয়েছেন। একই সঙ্গে এই কোর্সে ২৯ জন সৌদি, একজন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান ক্যাডেটসহ ৩১ জন বিদেশি কমিশন পেয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
রবিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আইএসপিআর জানায়, এ কুচকাওয়াজের মাধ্যমে মোট ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া ক্যাডেটদের মধ্যে এই কোর্সে ২০৭ জন পুরুষ ও ২৭ জন নারী ক্যাডেট রয়েছেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাবির নেওয়াজ শাওন সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া, কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মো. বরকত হোসেন সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পরে ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এবং বাবা-মা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যরা, নৌ ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্যরা, ঢাকার বৈদেশিক মিশনের কূটনীতিকরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং সদ্য কমিশন পাওয়া অফিসারদের পিতা-মাতা ও অভিভাবকরা উপস্থিত থেকে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।