X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনি দৌড়ে হেভিওয়েট প্রার্থীরা, মনোনয়নপত্র জমা আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২১:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:০৩

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর)। এদিন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চার মেয়রপ্রার্থীসহ হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবে। এদিকে সোমবার পর্যন্ত দুই সিটিতে ৩জন মেয়র প্রার্থীসহ ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তাদ্বয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল এবং দক্ষিণে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করলেও সোমবার পর্যন্ত তাদের কেউই জমা দেননি। মঙ্গলবার তারা জমা দেবেন বলে জানা গেছে।

এদিকে গত ২২ ডিসেম্বর দুইসিটির তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলে দুই হাজার ২৬০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। উত্তর সিটিতে মেয়র পদে ১০টি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২৮টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭৭টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে মেয়র পদে একটি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৪টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ সিটিতে মেয়র পদে প্রগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) শাহীন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে ৮টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এক হাজার ৪৭টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে মেয়র পদে দুটি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১টি মনোনয়নপত্র জমা হয়েছে। এ সিটিতে মেয়র পদে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে হলেও ঢাকা মহানগরীর সকল তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি নির্দেশনায় কেবল নির্বাচনকেন্দ্রিক লেনদেন ছাড়া অন্যসব লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
লিজেন্ডের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা