X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রুনাইয়ের সুলতানকে এপ্রিলে ঢাকা সফরের আমন্ত্রণ

শেখ শাহরিয়ার জামান
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৭
image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের এপ্রিলে ব্রুনাই সফর করেছেন। এর এক বছরের মধ্যে ফিরতি সফর হিসাবে ওই দেশের সুলতান হাসানাল বলকিয়ার ঢাকা আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। ইতোমধ্যে এপ্রিলের ১০ থেকে ২০ এর মধ্যে সফরের একটি তারিখ নির্ধারণের জন্য প্রস্তাব করা হয়েছে। আশা করা হচ্ছে ওই সময়ের কোনও একদিন সুলতান ঢাকা আসবেন। 

ব্রুনাইয়ের সুলতানকে এপ্রিলে ঢাকা সফরের আমন্ত্রণ

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এ সফরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রুনাইয়ের সঙ্গে অর্থনেতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি নৈতিক অভিবাসনের একটি জোরালো পদ্ধতি তৈরি করতে চায় বাংলাদেশ।’

দুই দেশের মধ্যে দ্বৈতকর পরিহার, বিনিয়োগ সুরক্ষা, নৈতিক অভিবাসন, সরাসরি বিমান যোগাযোগসহ আরও কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে সুলতানের সফরের সময়ে এগুলো নিষ্পত্তি হবে বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, ‘গত এপ্রিলে প্রধানমন্ত্রীর সফরের সময়ে বাংলাদেশের কৃষিখাতে বিশেষ করে হালাল খাবারে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল ব্রুনাই। বৈশ্বিক হালাল খাবার মার্কেটে বড় আকারে রফতানি করে ওই দেশটি। বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে তারা এই খাতে বিনিয়োগে আগ্রহী।’

জ্বালানি 

তরল জ্বালানি (লিকুইফায়েড ন্যাচারাল) গ্যাসের বড় রিজার্ভ রয়েছে ব্রুনাইয়ে এবং বাংলাদেশে এলএনজি রফতানি করতে চায় তারা। 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে একটি সমঝোতা স্মারক আছে দুই দেশের মধ্যে কিন্তু আলোচনা খুব বেশি অগ্রসর হয়নি।’ 

এলএনজি আমদানির জন্য কাতারের সঙ্গে চুক্তি আছে বাংলাদেশের এবং বিভিন্ন উৎস থেকে আমদানির ব্যবস্থা রাখতে চায় সরকার বলে তিনি জানান। 

তিনি বলেন, ‘একটি দেশের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন উৎসের সঙ্গে আমরা সম্পর্ক করতে চাই এবং এর মাধ্যমে যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে আমরা আমদানি করতে পারবো।’

এছাড়া সুমদ্রে গ্যাস ও তেল সম্পদ খোঁজার বিশেষ দক্ষতা আছে ব্রুনাইয়ের এবং আমরা সেটি ব্যবহার করা যায় কিনা সেটি নিয়ে আলোচনা করছি বলে জানান ওই কর্মকর্তা।

সরাসরি বিমান যোগাযোগ

উভয় দেশ একমত- সম্পর্ক বৃদ্ধি করতে হলে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং এজন্য দরকার আকাশ পথে সরাসরি যোগাযোগ। 

আরেকজন কর্মকর্তা বলেন, ‘সরাসরি বিমান যোগাযোগের বিষয়টি প্রধানমন্ত্রীর সফরের সময়ে আলোচনা হয়েছিল এবং আমরা একমত হয়েছিলাম এ বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।’

একটি খসড়া তৈরি করা আছে এবং উভয়পক্ষ রাজি থাকলে সুলতানের সফরের সময়ে এটি স্বাক্ষর হতে পারে বলে তিনি জানান। 

নৈতিক অভিবাসন

ব্রুনাইয়ে প্রায় ২০,০০০ এর মতো বাংলাদেশি কাজ করছে এবং সেখানে নার্সের অনেক চাহিদা আছে। 

এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্য খাতে অভিবাসনের জন্য আমরা আলোচনা করেছি এবং এখানে যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে ইংরেজিতে দক্ষতা এবং নার্স ট্রেনিং।’

তিনি বলেন, ‘তাদের চাহিদা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় যদি নার্স সরবরাহ করতে পারে তবে ব্রুনাইয়ে বড় একটি বাজার আছে এবং সেখান থেকে রেমিটেন্সের পরিমাণও বেড়ে যাবে।’

/এসএসজেড/এইচকে/
সম্পর্কিত
ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার