X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাসায়নিক সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৮:২৭আপডেট : ২০ মে ২০২০, ১৮:২৯

কামাল আহমেদ মজুমদার (ছবি: ইন্টারনেট থেকে) করোনা পরিস্থিতিতে কৃষিজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশের সর্বত্র কৃষকদের কাছে রাসায়নিক সারের পর্যাপ্ত  সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে বিসিআইসি’র সার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে।’ করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করার কারণে সারের উৎপাদন চলমান রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২০ মে) রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের আয় রোজগারহীন মানুষের মাঝে শিল্প প্রতিমন্ত্রী  ব্যক্তিগতভাবে আজ  ঈদের উপহার সামগ্রী প্রদান করেন। প্রায় ২ হাজার পরিবারকে সেমাই, চিনি, আটা, আলু, চাল, ডাল বিতরণ করা হয়।

এসময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। এবার বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় করোনায় দেশের কোথাও খাদ্যের সংকট হবে না।’ করোনা পরিস্থিতিতে কলকারখানায় শ্রমিকদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা বাধাগ্রস্ত হলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে।’

 

/এসআই//এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া