X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২০, ২৩:০২আপডেট : ৩০ মে ২০২০, ২৩:০৬

লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় স্থানীয় মিলিশিয়া বাহিনীর চাপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাফন করে। গত বৃহস্পতিবার (২৮ মে) সকালে ত্রিপলি শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে মিজদাহ শহরে ওই বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলি বাংলা ট্রিবিউনকে বলেন, আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের এবং নিহতদের পরিবারের সম্মতি ছাড়া যেন মৃতদেহগুলো দাফন না করা হয়। তিনি বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হলো মিজদাহ শহরে ত্রিপলি সরকারের কার্যত কোনও নিয়ন্ত্রণ নেই। জায়গাটি স্থানীয় মিলিশিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মৃতদেহ দাফন করার সংবাদ শুনে আমরা ওই হাসপাতালে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায় তারা স্থানীয়দের চাপের মুখে এই কাজ করেছে।

এদিকে সায়েদুল ইসলাম নামে যে ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে একজনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তাকে ত্রিপলিতে দূতাবাসের জিম্মায় নিয়ে আসা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। শেখ সেকান্দার বলেন, আমরা সায়েদুলকে মিজদাহ থেকে ত্রিপলি নিয়ে এসেছি। আজ তাকে অ্যাটর্নি জেনারেলের অফিসে নিয়ে গিয়েছিলাম তার বক্তব্য জানানোর জন্য। এখন কোর্ট বন্ধ থাকায় তাকে দূতাবাসের জিম্মায় দেওয়া হয়েছে। যেহেতু তার মানসিক অবস্থা বিপর্যস্ত, তাই তাকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অধীনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

মানবপাচার রোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি এ বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি। এছাড়া জাতিসংঘের স্থানীয় অফিসের প্রধানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। এখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও বিষয়টি জানিয়ে তাদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন:

বেনগাজী থেকে ত্রিপলি যাওয়ার পথে জিম্মি করা হয়েছিল হতভাগ্য বাংলাদেশিদের

বাংলাদেশি অভিবাসী হত্যা: অবিলম্বে খুনিদের শাস্তি চেয়েছে বাংলাদেশ

লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত

 

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন