X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘স্বাভাবিক জীবনে নতুন করে অভ্যস্ত হতে হচ্ছে’

উদিসা ইসলাম
১৮ জুলাই ২০২০, ১২:১২আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৪:০০

সেবাদানকারীদের প্রস্তুতি- প্রতিষ্ঠানের নিজস্ব ভিডিও থেকে

‘তিন মাসের বেশি সময় ঘরেই ছিলাম। এখন নিজের সুরক্ষা নিশ্চিত করে একটু একটু বের হচ্ছি। নতুন এই জীবনে আমাদেরও নতুন করে অভ্যস্ত হতে হচ্ছে রোজ’, কথাগুলো বলছিলেন পার্লারে আসা শাহিনা রেহান। হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে তিনি এসেছেন চুল কাটাতে। তিন মাস পর এসে চিরচেনা পার্লারের বদলে যাওয়া পরিবেশ দেখে বেশ খুশি তিনি। বললেন, ‘যেহেতু একটু একটু করে আমরা স্বাভাবিক জীবন শুরু করছি, সেহেতু সেবাদানকারী প্রতিষ্ঠানকে সেই গুরুভার বহন করতে হবে। তারা যদি সতর্ক হয়, সুরক্ষার বিষয়ে কোনও ছাড় না দেয়, তাহলে সেবা নিতে আসা সবাই নিয়মগুলো মানতে বাধ্য হবেন।’

ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকার নামি-দামি পার্লারসহ পাড়ামহল্লার পার্লারগুলো ঘুরে দেখা গেছে, ভিন্ন ভিন্ন চিত্র। মহল্লার পার্লারগুলোতে কোনও ধরনের সুরক্ষা ব্যবস্থা নেই। বরাবরের মতো এগুলোতে নারীরা আসছেন এবং সেবা নিয়ে চলে যাচ্ছেন। সাধারণত মহল্লার পার্লারের আকার-আকৃতি ছোট ও ধারণক্ষমতাও কম। একসঙ্গে তিন জনের বেশি কাস্টমারকে সেবা দিতে সক্ষম নয়। কারণ, মাত্র দুই-তিন জন প্রশিক্ষিত কর্মচারীর মাধ্যমে সেবা দেওয়া হয়ে থাকে। তবে নামি পার্লারগুলোতে দেখা যায়, গেটের বাইরেই শরীরের তাপমাত্রা মাপাসহ সবধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

সেবাদানকারীদের প্রস্তুতি- প্রতিষ্ঠানের নিজস্ব ভিডিও থেকে

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে টেইলারের দোকান। কোরবানির  ঈদ সামনে রেখে ইতোমধ্যে কাপড় কিনে দর্জিকে বুঝিয়ে দেওয়ার কাজ শেষ বললেই চলে। লালমাটিয়া এলাকার এক দর্জিকে দেখা যায়, ভিডিও কলে মাপ বুঝে নিচ্ছেন। নাম প্রকাশ না করে তিনি কথা শেষ করে বলেন, ‘কারও একজনের হাত দিয়ে বাসার অনেকের কাপড় দিয়ে গেছেন। এখন কথা বলে নিলাম। উভয়পক্ষ একটু ধৈর্য ধরলে এভাবে কাজ করা যাবে এবং প্রত্যেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে বলে মনে করবে। কোনও কাজ না করে ঘরে বসে থাকলে বিপদ বাড়বে।’

সেবাদানকারীদের প্রস্তুতি- প্রতিষ্ঠানের নিজস্ব ভিডিও থেকে

উদ্যোক্তা কাকলী তানভীর মনে করেন, সুরক্ষা নিশ্চিত করে ধীরে ধীরে কাজের জায়গাগুলো চালু করার সময় এসেছে। ক্রেতাদের পছন্দসই জামা বানিয়ে দেওয়ার অর্ডার নিয়ে কাজ করতে গিয়ে করোনা পরিস্থিতিতে প্রথম দিকে হিমশিম খেতে হলেও এখন গুছিয়ে উঠেছেন তিনি। কাকলী তানভীর  বলেন, ‘আমার  কাজ মানে কেবল আমি না। এরসঙ্গে বিভিন্ন পর্যায়ের  ব্যবসায়ী কর্মী জড়িত। সবাই মিলে বসে না থেকে কীভাবে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা যায়, সেই চেষ্টা করাটাই এখন বড় চ্যালেঞ্জ। জড়িত সবার সুরক্ষা নিশ্চিত করে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিচ্ছি আমরা। তবে সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে কাজ বেড়েছে। দর্জিবাড়িতে কাপড় পাঠানো, সেখান থেকে আনা, এনে ডিজ-ইনফেকটেড করা, ক্রেতার কাছে পাঠানো সব পর্যায়ে অতিরিক্ত মনোযোগ দিতে হয়। এটা একটা নতুন যাপনই বলা যায়।’

দর্জির সাথে ভিডিওকলে চলছে অর্ডার নেওয়া দেওয়া

পারসোনার ধানমন্ডি শাখায় গিয়ে দেখা যায়, বাইরে তাপমাত্রা মেপে, সারাশরীরে স্যানিটাইজার স্প্রে দিয়ে জুতো পরিষ্কার করে ভেতরে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। ভেতরে রাখা সোফায় লাল রিবন দিয়ে সামাজিক দূরত্ব মানতে দাগ দেওয়া। তিন মাসের বেশি সময় বন্ধ রাখার পর গত ৭ জলাই থেকে  পার্লার খুলেছেন তারা। তবে এখন ২০ শতাংশ কর্মচারী দিয়ে কাজ চালানো হচ্ছে বলে জানান এই ব্রাঞ্চের তত্ত্বাবধায়ক রোশনি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসময় সবারই সুরক্ষা নিশ্চিত করা জরুরি। আমরা পেডিকিওর মেনিকিওরের যে রুমে আগে ১২ জন বসাতে পারতাম, এখন সেখানে  সর্বোচ্চ ৬/৭ জনের ব্যবস্থা রাখছি। যারা আসছেন তারা এবং যারা সেবা দিচ্ছেন তারা সবাই ঠিকমতো নিয়মগুলো মানছেন কিনা, সেটা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আসলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মহামারি মোকাবিলায় এর বিকল্প নেই।’

সেবাদানকারীদের প্রস্তুতি- প্রতিষ্ঠানের নিজস্ব ভিডিও থেকে

এখানে চুলের ট্রিটমেন্ট করাতে এসেছেন নাবিলা। তিনি বলেন, ‘তিন মাস পর ঘর থেকে বেরিয়ে এসে মনে হচ্ছে, নতুন করে সব শিখতে হচ্ছে। হঠাৎই মাস্ক পরতে ভুলে যাচ্ছি। পরিচিত কাউকে দেখলে জড়িয়ে ধরে হ্যাল্লো করার যে অভ্যস্ততা—সেটা কখনও কখনও অস্বস্তিতে ফেলে দিচ্ছে। একসময়  আমরা এই যে নতুন করে যা কিছু শিখছি, সেসবেই অভ্যস্ত হয়ে যাবো।’

ফারজানা শাকিল মেকওভার কাজ শুরু করেছে ১৬ জুলাই থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা নেওয়া যাবে। আগে রাত ৮টা পর্যন্ত সেবা নেওয়া যেতো। ধানমন্ডি ব্রাঞ্চের কর্মকর্তা পাপড়ি বলেন, ‘ভয়ের কিছু নেই। এই ভাইরাস যতদিন থাকবে, ততদিন কাজ বন্ধ করে বসে থাকা সম্ভব নয়। যেটা দরকার সেটা হলো সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সব স্বাভাবিক করে তোলা। আমরা আগে থেকে অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখছি। একই সময়ে যেনো ভিড় না হয়ে যায়, সেদিকে নজর দিচ্ছি।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি