X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৌদি এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের মানবেতর দিনরাত্রী

চৌধুরী আকবর হোসেন
২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

রাত তখন সাড়ে ১১টা, সিমেন্টের তৈরি বেঞ্চের ওপর শুয়ে আছেন তিনি। মশার কামড় থেকে বাঁচতে পা নাড়াচ্ছেন আর হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন। তারপরও নিস্তার নেই। বাধ্য হয়ে উঠে বসলেন। হুট করে দেখলে মনে হবে ছিন্নমূল ভাসমান মানুষ। কাছে গিয়ে পরিচয় জানতে চাওয়ার পর জানালেন তিনি সৌদি প্রবাসী। গত ৫ দিন ধরেই এভাবে দিন-রাত কাটছে সৌদি অ্যারাবিয়ান সাউদিয়া এয়ালাইন্সের অফিসের পাশে হাতিরঝিল অংশে। একটু দূরে একটা ভ্যানে ভ্রাম্যমাণ খাবারের দোকান, সেখানে ডিম আর ডাল দিয়ে ভাত খাচ্ছেন কয়েকজন, তারা সৌদি আরব প্রবাসী। আর যাদের টাকা নেই তারা কলা, রুটি খেয়ে নিচ্ছেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে সাউদিয়া এয়ারলাইন্সের টিকিট কেটে দেশে এসে করোনার কারণে আটকা পড়ে গেছেন এই প্রবাসীরা। কর্মস্থলে ফিরতে এয়ারলাইন্সটির অফিসের আশেপাশে  টিকিট পাওয়ার আশায়  মানবেতন দিন রাত কাটছে তাদের।

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

মকবুল হোসেন নামের আরেক প্রবাসী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারিখ ধরে সিরিয়ালি টিকিট দিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে সিরিয়ালি দিয়ে যাবো। সাউদিয়াও যদি এভাবে একটি পদ্ধতি অনুসরণ করতো, তাহলে এতো ভোগান্তি হতো না।’

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রবাসীদের। রাজধানীর কাওরান বাজারে সোনারগাঁও হোটেলে উত্তর পাশে এয়ারলাইন্সটির অফিস। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে  ফ্লাইট পরিচালনার  অনুমতি পাওয়ার পর ২০ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করে এয়ারলাইন্স। টিকিট প্রত্যাশীদের টোকেন দিয়ে সিরিয়াল করে এয়ারলাইন্সটি।  গত কয়েকদিন ধরেই নতুন টোকেন দিচ্ছে না এয়ারলাইন্সটি। সীমিত সংখ্যক কাউন্টারে ধীর গতিতে চলছে টিকিট রি-ইস্যুর কার্যক্রম। টিকিট প্রত্যাশী যারা টোকেন পাননি তারা বিক্ষোভ করেছেন শরিবারও। সোনারগাঁও হোটলের সীমানা প্রাচীরের বাইরে দিন রাত অপেক্ষা করে কাটছে তাদের সময়।

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

যারা টোকেন পেয়েছেন তাদেরও দুর্ভোগ সীমাহীন। তারা টিকিটের জন্য সাউদিয়ার অফিসের সামনের মেঝেতে শুয়ে বসে দিন কাটিয়েছেন। সীমানা প্রাচীরের ফাঁকা দিয়ে খাবার সংগ্রহ করে খেয়েছেন। চলে গেলে যদি আর প্রবেশ করতে না পারেন, এই শঙ্কায় তারা বের হননি।

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

২০ সেপ্টেম্বর টোকেন পান আব্দুর রহিম। সেই থেকেই সাউদিয়ার অফিসের সামনেই দিন কাটিয়েছেন। ২৬ সেপ্টেম্বর রাতে তিনি টিকিট পান ২৮ সেপ্টেম্বর রাতের ফ্লাইটের। গ্রাম থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তারা আর ফেরা হবে না। করোনার টেস্টের জন্য এবার যুদ্ধে নামতে হবে তাকে। 

তিনি বলেন, ‘টোকেন পাওয়ার পর থেকেই এখানে, একবারও বের হইনি। বের হলে যদি আর না আসতে পারি। কষ্ট হলেও টিকিট পেয়েছি।’

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

আক্ষেপ নিয়ে প্রবাসী জয়নাল আবেদিন বলেন, ‘সাউদিয়ার এখানে টিকিটি বিক্রি নিয়ে কোনও ‍শৃঙ্খলা নেই। কেউ কোনও কথাও বলে না। আমাদের কবে টোকেন দেবে জানলে তো সময় হিসাব করে আসতাম। এখানে রাস্তায় দিন পার করতাম না।’

টিকিটের অপেক্ষায় থাকা প্রবাসীরা

নীল রঙের রেইন কোট গায়ে দেখা মিললো টুকু সর্দার নামে এক যুবকের। গত রাতে বৃষ্টি আর ঠান্ডা বাতাস থেকে বাঁচতে এই রেইন কোর্ট কিনেছেন। আজও আকাশ মেঘলা থাকায় রেইন কোর্ট পড়ে রাস্তা বসেই রাত পার করবেন। কখন ভাগ্যে টিকিট জুটবে, আশা আশায় চার দিন ধরেই তিনি সোনারগাঁও হোটেলের উত্তর পাশে হাতিরঝিলে বসে অপেক্ষা করছেন।

টুকু সর্দার বলেন, ‘কবে টিকিট পাবো তার কোনও নিশ্চয়তা নেই। কোনও কিছুই বলছেন সাউদিয়ার লোকজন। আমাদের যদি বলতো কবে আসলে টিকিট পাবো। তাহলে এভাবে রাস্তায় বসে বসে দিন পার করতাম না। এখানেই দিন রাত পার করছি। খাওয়া দাওয়াও এখানেই। কলা রুটি, পানি যা পাই খেয়ে কোনও রকম জীবন বাঁচানো। জানি না কবে টিকিট পাবো।’

সাউদিয়া জানিয়েছে, ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের ২৪ সেপ্টেম্বর, ৫০১-৮৫০ টোকেনধারীদের ২৫ সেপ্টেম্বর, ৮৫১-১২০০ নম্বর টোকেনধারীদের ২৬ সেপ্টেম্বর, ১২০১-১৫০০ নম্বর টোকেনধারীদের ২৭ সেপ্টেম্বর টিকিট দেওয়া হবে বলে জানায় এয়ারলাইন্সটি।

 

ছবি: চৌধুরী আকবর হোসেন

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি