X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গুণাগুণ যাচাই করে ভূমির ব্যবহার

শফিকুল ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১

ভূমি মন্ত্রণালয়

এখন থেকে আর যেনতেন কাজে ভূমি ব্যবহার করা যাবে না। গুণাগুণ যাচাই করে ভূমি ব্যবহার করতে হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ৬৪ জেলার আওতাধীন ৪৯৩টি উপজেলার চার হাজার ৫৬২টি ইউনিয়নের ৫৬ হাজার ৩৪৮টি মৌজার সব জমির গুণাগুণ যাচাই করা হবে। এরপর ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে প্লটওয়ারি কৃষি, আবাসন, বাণিজ্যিক, পর্যটন ও শিল্প উন্নয়ন ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করা হবে। জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের অনুমোদন পেয়েছে। ৩৩৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবে ভূমি মন্ত্রণালয়।

সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমগ্র দেশে ডিজিটাল ভূমি জোনিং এবং মৌজা ও প্লটভিত্তিক ডাটাবেজ প্রণয়ন করা যাবে। এর মাধ্যমে ভূমির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে প্লটওয়ারি কৃষি, আবাসন, বাণিজ্যিক, পর্যটন ও শিল্প উন্নয়ন ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করা হবে। মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্যে সারাদেশে মৌজা ও প্লটভিত্তিক ডাটাবেজ প্রণয়ন করা সম্ভব হবে। জোনভিত্তিক ভূমি ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং সাধারণ জনগণের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রচার-প্রচারণা চালানো হবে। ভূমি জোনিং বিষয়ক কার্যক্রম সচল রাখার জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‘ইউনিট’ গঠন করা হবে।

এদিকে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটি ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের দাখিল করা প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের আওতায় মৌজা ম্যাপ শিট সংগ্রহ, স্ক্যানিং, এডিট প্লট চেকিং, ডিজিটাইজেশন ও ডাটাবেজ ক্রিয়েশন করা হবে এক লাখ ৩৮ হাজার ৪১২টি। একই সঙ্গে সমপরিমাণ শিট এডিট প্লট চেকিং করা হবে। জিওরেফারেন্সসিংসহ মৌজা ম্যাপ করা হবে এক লাখ ৩৮ হাজার ৪১২ শিট। এজ ম্যাচিং অব মৌজা ম্যাপ করা হবে এক লাখ ৩৮ হাজার ৪১২টি।

হাই রেজুলেশন স্ক্যানার (আনুষঙ্গিক উপকরণসহ) কেনা হবে চারটি। প্রকল্পে ল্যান্ড ইউজ সার্ভে ব্যয় বাবদ খরচ হবে ৩০ কোটি টাকা। রয়ালিটি (স্যাটেলাইট ইমেজ) খাতে ব্যয় হবে ৬৫ কোটি টাকা। সার্ভারসহ অন্যান্য যন্ত্রণাংশ কেনা হবে দুই সেট। প্রকল্পের ৩৬ জন পরামর্শকের বেতনভাতাও ব্যয় হবে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৫-২০২০) দলিলে সারা দেশে ভূমি জোনিং ও ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের মতামত হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমগ্র দেশে ডিজিটাল ভূমি জোনিং এবং মৌজা ও প্লটভিত্তিক ডাটাবেজ প্রণয়নের মাধ্যমে ভূমির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে। এ কারণে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে মোট ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০২৪ সালের মেয়াদে বাস্তবায়নের জন্য একনেক অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ‘যেখানে সেখানে শিল্পকারখানা বা বাড়িঘর নির্মাণ করে জমি ধ্বংস করা হচ্ছে। আগামীতে যাতে এটি না হয় সেজন্যই প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনা সহজ হবে। এর ফলে অনেক ফসলি জমি রক্ষা পাবে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ