X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুর ওপর বিশ্বাস হারায়নি নিগৃহীত মানুষেরা

উদিসা ইসলাম
২৭ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:০০

বঙ্গবন্ধুর ওপর বিশ্বাস হারায়নি নিগৃহীত মানুষেরা (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২৭ ডিসেম্বরের  ঘটনা।)

ফরিদপুর জেলা সফরকালে কমপক্ষে ১০ লাখ লোকের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সফরসঙ্গী এনার বিশেষ প্রতিনিধি এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করেন। তিনি লিখেছেন, বঙ্গবন্ধু যেখানে গেছেন সেখানে জিন্দাবাদ স্লোগানে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। এতে বলা হয়, মানুষের অকৃত্রিম ভালবাসা আর স্বার্থহীন আবেগ দেখে অভিভূত বঙ্গবন্ধুর চোখের কোনে অশ্রু টলমল দেখা গেছে । তিনি দেখলেন, যেসব অবহেলিত-নিগৃহীত মানুষের জন্য তিনি সংগ্রাম করেছেন, দুঃখ-কষ্ট ভোগ করেছেন, যৌবনের অমূল্য দিনগুলো ত্যাগ করেছেন—তারা কখনও তার ওপর বিশ্বাস হারায়নি। জনসভার যাত্রাপথে সবখানে শুধু মানুষ আর মানুষ। বার্ধক্যের ভারে নুয়ে পড়া, ছিন্নবস্ত্র পরিহিত যুবক, অশ্রুসজল বিধবা সবাই তাকে দেখতে এসেছে। তারা বলতে এসেছে তাদের দুঃখের কথা, জানাতে এসেছে ইয়াহিয়ার পশু সেনাদের নির্যাতনের কথা। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে তাদের কাহিনী শুনেছেন, সমস্যার সমাধানের পথ বলেছেন। সার্কিট হাউজগুলোতে গভীর রাত পর্যন্ত জনতা পরিবৃত হয়ে থেকেছে। শ্রান্ত-ক্লান্ত কাউকে তিনি হতাশ করেননি। বঙ্গবন্ধু থাকা পর্যন্ত এসব সার্কিট হাউসে জননিরাপত্তার বাধ্যবাধকতা বলতে কিছু ছিল না, এগুলো তখন গণভবনে পরিণত হয়েছিল।

বরিশালে যাবেন ২ জানুয়ারি

ফরিদপুরের পর বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বীরোচিত সংবর্ধনা জ্ঞাপনের বরিশালে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে। তিনি ২ জানুয়ারি সেখানে যাবেন বলে এক সভায় ভূমি সংস্কার ও ভূমি প্রশাসনমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতকে চেয়ারম্যান করে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বঙ্গবন্ধুর ওপর বিশ্বাস হারায়নি নিগৃহীত মানুষেরা

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা পোস্ট গ্রাজুয়েট মেডিসিন ইনস্টিটিউটের দুই সপ্তাহবাপী পল্লী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ সেমিনার উপলক্ষে এক বাণীতে, গ্রামের জনসাধারণের চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক উন্নতি বিধানে কার্যকরী পন্থা নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রী সেমিনারের সাফল্য কামনা করে বাণীতে বলেন, এই প্রশিক্ষণের ফলে গণমুখী চিকিৎসার সরকারি নীতি বাস্তবায়নের পথে অনেক অগ্রসর হবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, আমি আশা করি, এই প্রশিক্ষণের ব্যবস্থাপকেরা বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে জনসাধারণের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নতি বিধানে কার্যকরী পন্থা নির্ধারণ করবেন।

বঙ্গবন্ধুর ওপর বিশ্বাস হারায়নি নিগৃহীত মানুষেরা

আওয়ামী লীগের মনোনয়ন কারা পাবে?

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে সক্ষম লোকদেরই আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানান ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাৰ এ এইচ এম কামরুজ্জামান। তিনি বলেন, সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সব নিঃস্বার্থ, যোগ্য ও দেশপ্রেমিক কর্মীকে মনোনয়ন দেবে। যারা প্রথম জাতীয় আইনসভায় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সত্যিকারভাবে তুলে ধরতে পারবে।

নির্বাচনের ৭০ দিন আগে রাজশাহীতে এক জনসভায় তিনি বলেন, তার সরকার কিংবা তার দল কোনওদিন দুর্নীতি বা দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে প্রশ্রয় দান করেনি, করবেও না।

তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন, তার দল জনগণের স্বার্থরক্ষার জন্য ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে ৫০ জনের বেশি নেতাকে বহিষ্কার করেছে।

 

/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল