X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ: পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১১:৩৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৪:০১

আইসিটি

মৌলভীবাজারের ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আটক দুই আসামিসহ ৫ জনের বিরুদ্ধে লুণ্ঠন, অগ্নিসংযোগ, আটক, অপহরণ, হত্যা ও গণহত্যাসহ ছয়টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন, আল বদর কমান্ডার সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, রাজাকার কমান্ডার মো. নেছার আলী, রাজকার ইউনুছ আহমদ, রাজাকার উজের আহমদ চৌধুরী এবং রাজাকার মোবারক মিয়া। এদের মধ্যে রাজাকার ইউনুছ আহমেদ ও উজের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক।

মৌলভীবাজারের রাজাকার

বুধবার ধানমণ্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে মৌলভীবাজারের এই পাঁচ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০১৪ সালের ১২ অক্টোবর। ২৭৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ১৮ জনকে হত্যা ও গণহত্যা, ১১ জনকে অপহরণ ও আটক এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের মোট ৬টি অভিযোগ আনা হচ্ছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশকালে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান ও তদন্তকারী কর্মকর্তা হরি দেবনাথ উপস্থিত ছিলেন। হান্নান খান জানান, বুধবারই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করবেন প্রসিকিউশন। 

২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত সংস্থা। এক বছর তিন মাসের বেশি সময় ধরে ৯৮ পৃষ্ঠার মূল প্রতিবেদনসহ ২৭৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। এর মধ্যে রয়েছে ৮৩ পৃষ্ঠার সাক্ষীদের জবানবন্দি, ৪০ পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণপত্র এবং ৫৮ পৃষ্ঠার অন্যান্য প্রমাণাদি। তদন্ত চলাকালে ৬০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন ৩৬ জন।

সংবাদ সম্মেলনে হান্নান খান সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, তদন্ত সম্পন্ন হওয়া ৩৫ মামলার মধ্যে এ পর্যন্ত দেওয়া হয়েছে মোট ২১টি মামলার রায়। যেগুলোতে ২৪ যুদ্ধাপরাধীর সাজা ঘোষণা করা হয়েছে। ৬টি মামলা বিচারাধীন রয়েছে ও বাকি ৭টি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে প্রসিকিউশনের কাছে, যে ১৩ মামলার আসামি ৭২ জন। এছাড়া আরও ২৩ মামলায় ৬৮ জনের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি।

গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেদিন বিকালেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভী ইউনুছ আহমদকে (৭০) তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিনজন পলাতক আছে।

চলতি বছরে এটিই তদন্ত সংস্থার প্রথম প্রতিবেদন। এর আগে আরও ৩৪টি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

 

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া