X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিজ্ঞাপন নেই, বিলবোর্ড আছে

উদিসা ইসলাম
২৮ জানুয়ারি ২০১৬, ০৭:৫৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১০:১৪

বিজ্ঞাপনগুলো সরিয়ে নিলেও রাস্তায় কিংবা ভবনের ছাদে-ছাদে বিলবোর্ড কাঠামোগুলো অক্ষত রয়েছে, কোনও-কোনওটিতে আবার বিজ্ঞাপন দিতে নম্বরসহ যোগাযোগের ঠিকানাও দেওয়া আছে। রাজধানীর আমিনবাজার থেকে মিরপুর হয়ে শাহবাগ দিয়ে পুরান পল্টন পর্যন্ত  একইচিত্র। বেশিরভাগ বিলবোর্ডে ছেঁড়াফাটা বিজ্ঞাপনের কাপড় আর লোহার কাঠামোও অক্ষত রয়েছে। যদিও এই বিলবোর্ড অপসারণ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ​সাঈদ খোকন​ বলেন, সময় লাগবে আরও, চেষ্টা চলছে। বিজ্ঞাপনসহ বিলবোড

প্রায় ৮ হাজার অবৈধ বিলবোর্ডে ছেয়েছিল সড়ক-অলিগলি ও ভবনগুলোর ছাদ।  গত আগস্ট থেকে অল্প-অল্প করে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালিয়ে আসছে দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তরের মেয়র দাবি করেছিলেন, আর্মি, নেভি, সিভিল এভিয়েশন, এয়ারফোর্স, রেলওয়ে, রাজউক, রোডস অ্যান্ড হাইওয়ে সবাই মিলে আমরা চেষ্টা করব। গত ৩০ জুন রাজধানী বিলবোর্ড সরিয়ে নেওয়ার আল্টিমেটাম শেষ হয়েছে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেছিলেন, বেঁধে দেওয়া সময়ে কোনও কোম্পানি তাদের বিলবোর্ড সরিয়ে না নেওয়ায় সিটি করপোরেশন নিজে থেকেই বিলবোর্ড উচ্ছেদ করবে।

গত ১০ নভেম্বর রাতে গুলশান এলাকায় বিলবোর্ড অপসারণ-উচ্ছেদে ব্যস্ত ডিসিসি (উত্তর) কর্মকর্তারা জানিয়েছিলেন বাড়ির ছাড়ে বিলবোর্ড একটাও থাকবে না বলেই মাঠে নেমেছেন তারা। যদিও বাড়ির ছাদে-ছাদে বিজ্ঞাপনবিহীন বিলবোর্ডের নগরী এখন ঢাকা।

সিটি করপোরেশন বলছে বাড়ির ছাদে বা রাস্তায় অবৈধ বিলবোর্ড দণ্ডনীয় অপরাধ। প্রথমে জরিমানা হবে, অনাদায়ে জেল হবে। এছাড়া এমনিতেও জেল হতে পারে কথা না শুনলে। মেয়রদের অনুরোধ  না শুনলে হরেদরে মামলার সিদ্ধান্তের কথাও বলেছিলেন তারা। আর মেয়ররা জানিয়েছিলেন, ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা হবে বিলবোর্ডমুক্ত শহর। আর এই বছরের জানুয়ারি মাসের প্রথম দিনে নতুন ঢাকা পাওয়া যাবে। কিন্তু সে গুড়েবালি। জানুয়ারির ১০ থেকে ২০ তারিখে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কের বাসাবাড়িতে শোভা পাচ্ছে বিজ্ঞাপনবিহীন বিলবোর্ড কাঠামো। কোনও-কোনও ক্ষেত্রে বিপজ্জনকভাবে ভাঙাচোরা বিলবোর্ড। তবু বাড়িওয়ালারা সরাননি ছাদ থেকে। গাবতলীবাসী শেফায়েতের বাড়ির ওপর দুটি বিলবোর্ড। এখনও কেন কাঠামো নামানো হয়নি—জানাতে চাইলে তিনি হেসে ওঠেন। বলেন, আদেশ মেনে বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কাঠামোটা ভাঙতে হবে। তা তো জানি না। ভাঙতে হলে ভাঙব। কিন্তু যদি সিদ্ধান্তের বদল হয়, তাই অপেক্ষা করছি। এমনিতেই অনেক টাকা লস। বিজ্ঞাপন সরানো হলেও বিলবোর্ডের কাঠামো এখনও অক্ষত

সিটি করপোরেশন বিলবোর্ড অপসরণ করে নগরকে ভিন্নভাবে সাজানোর জন্য ডিএনসিসি, বুয়েট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রতিনিধিসহ কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কাকরাইল, নয়া পল্টন, ‍পুরান পল্টন, ফকিরাপুলজুড়ে অনেক বিলবোর্ড আছে। যেগুলোয় বিজ্ঞাপনও শোভা পাচ্ছে। সেক্ষেত্রে কোনটা বৈধ, কোনটা অবৈধ—সে বিষয়েও জনগণকে বিস্তারিত না জানানোয় একধরনের বিভ্রান্তি দেখা  যাচ্ছে বলেও কথা বলে জানা গেছে। শাহরিয়ার মতিঝিল এলাকায় পৈত্রিক সম্পত্তিতে ছোট ফ্ল্যাট বানিয়ে তার ছাদে বিলবোর্ড ভাড়া দিয়ে বাড়তি আয়ের ব্যবস্থা করে রেখেছেন। তিনি বলেন, আমি জানি না আমারটা অবৈধ হবে কেন? আর যদি হয়, তাহলে কেন এটা একসময় আমাদের বানাতে দেওয়া হলো? আমরা একটা ব্যবসায় অভ্যস্ত হয়েছি। তারপর এভাবে বন্ধ করলে তো মুশকিল।

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, আসলে অনেক কাজের মধ্যে এটি একটি। বিজ্ঞাপন সরে গেছে, কাঠামো সরানোর জন্য আরেকবার ড্রাইভ দিতে হবে। তিনি তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আসলে একটু সময় লাগবে, তবে ধীরে-ধীরে একটি কাঠামোও থাকবে না। যারা আগে সরিয়ে নেবেন তারা বুদ্ধিমানের কাজ করবেন বলেও উল্লেখ করে তিনি বলেন, মামলা হলে সেটা আরও বড় ঝামেলা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

/এমএনএইচ/আপ-এসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া