X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে পোশাক কারখানা স্থাপনের প্রস্তাব বাংলাদেশের

শেখ শাহরিয়ার জামান
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৫

বাংলাদেশ-মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যে দুটি দেশের সীমান্ত আছে, মিয়ানমার তার একটি। গত চার দশক ধরে দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ থাকলেও সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশ অনেক পিছিয়ে আছে। তবে গণতন্ত্রের পথে হাঁটা মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের পর দেশটির সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বাংলাদেশ।
গত নভেম্বরের নির্বাচনে জয়ী হয়েছে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। আগামী মার্চে দলটি সরকার গঠন করতে যাচ্ছে। প্রতিবেশী হিসেবে মিয়ানমারের ঘটনাবলী গভীরভাবে পর্যক্ষেণ করছে বাংলাদেশ।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করি সরকার পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।’
জানা গেছে, এরইমধ্যে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেতা অং সান সুচি এবং অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।
কর্মকর্তাটি বলেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির জন্য বাংলাদেশ একাধিক প্রস্তাব দিয়েছে মিয়ানমার সরকারকে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইন প্রদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য দুবার প্রস্তাব দিয়েছেন, যেখানে শুধু মিয়ানমারের নাগরিকরাই কাজ করবে।’

তিনি জানান, সীমান্ত সংলগ্ন অঞ্চলে কারখানা স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে মিয়ানমারকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও দেশটির সাড়া মেলেনি। রাখাইন প্রদেশে স্কুল, হাসপাতাল, রাস্তা এবং ব্রিজ তৈরির জন্য অর্থায়ন করতে চায় বাংলাদেশ, এ সংক্রান্ত একটি প্রস্তাবও তাদের দেওয়া হয়েছে।

সরকারের উচ্চ পর্যায় থেকে জানা গেছে, নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে, মিয়ানমারকে দুটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর একটির বিষয়ে সমঝোতা হয়েছে, অন্যটি নিয়ে আলোচনা চলছে।

যৌথ সীমান্ত ব্যবস্থাপনার জন্য একটি বর্ডার লিয়াজোঁ অফিস তৈরি করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে এবং এর ফলে সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে উভয় দেশের নিরাপত্তা বাহিনী এ অফিসের মাধ্যমে তা সমাধানের চেষ্ঠা করবে।

এছাড়া সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়ন চুক্তি করারও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার সম্প্রতি এটি স্বাক্ষর করার বিষয়েও ইতিবাচক সম্মতি দিয়েছে।

অন্যদিকে মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য বুয়েট, মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কয়েকটি স্কলারশিপের প্রস্তাব দিয়েছে।

সরকারের আরেক কর্মকর্তা বলেন, ‘ঢাকা ও ইয়ানগুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষা সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে আছে।’

তিনি জানান, জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে রাখাইন প্রদেশে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং সেখানে উৎপাদিত বিদ্যুৎ কিনতেও আগ্রহী ঢাকা। দেশটিতে নতুন সরকার এলে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা বাংলাদেশের।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!