X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বেবি অব বিউটি’র মৃত্যুতে হত্যা মামলা হবে?

আমানুর রহমান রনি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:১০

বেবি অব বিউটি ও মেডিক্যাল টিম বেবি অব বিউটি’র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হতে পারে। ময়নাতদন্তের ও ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ এ বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘আমরা ময়নাতদন্তের ও ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। নতুন করে মামলা করার দরকার নাই। এই ঘটনায় একটি মামলা দায়ের করা আছে। ময়নাতদন্তের রিপোর্টে যদি এটি হত্যা হয়ে থাকে তা হলে ওই মামলাটির ধারা পরিবর্তন করে অভিযোগপত্র দাখিল করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত ১ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি ভবনের ৬ তলা থেকে সদ্যজাত এ শিশুকে ফেলে দেন তার মা!নবজাতকটি মাটিতে না পড়ে ভবনের দ্বিতীয় তলার সানশেডে আটকে যায়। নবজাতকের কান্নার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা পুলিশকে খবর দেয়।পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মগবাজারের বেসরকারি হাসপাতাল আদ্ব-দ্বীনে ভর্তি করে। সেখানে দুইদিনের চিকিৎসার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও শেষ পর‌্যন্ত তাকে বাঁচানো যায়নি। ২৬ ফেব্রুয়ারি নবজাতকটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অভিযোগ রয়েছে, বেইলি রোডের ২৬ প্রোপার্টিজ হাউজিং ম্যানশনের ওই ভবনের ষষ্ঠ তলার বারান্দা দিয়ে নবজাতটিকে প্রসব করার পরই তার মা ছুড়ে ফেলে দেন। ওই ভবনের একটি ফ্লাটের গৃহকর্মী হিসাবে কাজ করতেন তিনি। ১৭ বছর বয়সী ওই গৃহকর্মী বিউটি গত বছর কুমিল্লায় বড় বোন লিপি আক্তারের বাসায় বেড়াতে যান। সেখানে তার বোনের স্বামী নীরব ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করেন। পরে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি গোপন রাখেন। গত ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বেইলী রোডের বাসায় তিনি ওই নবজাতকটিকে প্রসব করেন। জন্মের পর জানাজানির ভয়ে তিনি নবজাতকটিকে ছয়তলার ওপর থেকে নিচে ফেলে দেন।

কুমারী ওই মা পরে তার ভগ্নিপতি নীরবের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ধর্ষণ মামলা করেন। তাকে বর্তমানে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ওই মামলাটি তদন্ত করছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘নবজাতকের ময়নাতদন্তের পর আঞ্জুমান মফিদুলের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তারা নবজাতকের লাশটি দাফন করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘এই মামলায় আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। এবিষয়ে এখনও তদন্ত করা হচ্ছে।’

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন নবজাতকের মা বিউটি গর্ভধারণ, সন্তান প্রসব, সন্তান ছুড়ে ফেলা এবং পরবর্তী বাস্তবতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রমায় ভুগছেন। তার শারীরিক সুস্থতার পর কাউন্সেলিং করা হয়েছে। বর্তমানে তিনি তেজগাঁও ভিকটিম সার্পোট সেন্টারে আছেন।

/এআরআর/ এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা