X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফেসবুকে প্রতারণা: রাজধানীতে ১২ বিদেশিসহ আটক ১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ১৪:১৭আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২১:১৮

১২ বিদেশিসহ ১৪ জন আটক

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ১২ বিদেশিসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং ডলার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

গ্রেফতারকৃত ১২ বিদেশি নাগরিকের মধ্যে ৮ জন নাইজেরিয়ান, একজন কঙ্গোর ও ৩ জন ক্যামেরুনের। বাকি দু’জন বাংলাদেশি। গ্রেফতারকৃতরা হলেন- নাইজেরিয়ান নাগরিক আইব্যা (৩০), কেসি (৩০), অ্যাডউইন (৩৫), ইমনোয়ার (৩৩), কসমডস আলকুজমুজিন ওকিউলিজি (৫১), জোসোয়া (২৭), ইব্রাহিম (২৭), জাসোনামা (৪১), ক্যামেরুনের নাগরিক ওসমান (২৯), সানজো (৩৬), আনট প্রিজো (৪২) ও কঙ্গোর নাগরিক বিসেন্স (২৯)। বাংলাদেশের নাগরিকরা হলেন নিকুঞ্জ-২ এলাকার মামুন মোকারম (৩৮) ও সুলতান মাহমুদ (২৬)।

র‌্যাব-১ এর অধিনায়ক জানান, অপরাধীরা খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা চাকরিজীবী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের একজন নারী চিকিৎসক, রাঙ্গামাটির একজন প্রাইমারি স্কুলশিক্ষিকাসহ অনেকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে সখ্য গড়ে তোলেন। এই সম্পর্ক আরও বিশ্বাসযোগ্য করার জন্য তারা হোয়াটস অ্যাপ, ভাইবার, ট্যাংগো এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগে কর্মরত নারী চিকিৎসকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে বিদেশি নাগরিকদের স্কট মুরি নামে এক ব্যক্তি লন্ডন থেকে কিছু উপহার সামগ্রী বিমানযোগে ঢাকা পাঠিয়েছেন বলে তাকে জানান। বিমানবন্দর থেকে ওই পার্সেলটি খালাস করতে আনুষাঙ্গিক ব্যয় হবে ৬০ হাজার টাকা। এর পরিপ্রেক্ষিতে ভিকটিমকে একটি ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে টাকা পাঠানোর অনুরোধ করে প্রতারক চক্রের ওই বিদেশি সদস্য।

কথা অনুযায়ী ভিকটিম ওই ব্যাংক অ্যাকাউন্টে খুলনা থেকে ৬০ হাজার টাকা পাঠান। এরপর তার এক পরিচিত ব্যক্তিকে শাহজালাল বিমানবন্দরে পাঠিয়ে দেন পার্সেলটি গ্রহণ করতে। কিন্তু বিমানবন্দরের কাস্টমস শাখায় যোগাযোগ করে এ সংক্রান্ত পার্সেলের কোনও হদিস পাননি ওই ব্যক্তি। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে তিনি র‌্যাবে অভিযোগ করেন। র‌্যাব বিষয়টি তদন্ত করে দেখতে পায়, ওই চক্রটি আরও অনেকের সঙ্গেই এভাবে প্রতারণা করেছে।

 

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর/এসটি//জেইউ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!