X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ হলে অন্য নামেও কার্যক্রম চালাতে পারবে না জামায়াত

উদিসা ইসলাম
১২ মার্চ ২০১৬, ১৬:৫৬আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:১০

নিষিদ্ধ হলে অন্য নামেও কার্যক্রম চালাতে পারবে না জামায়াত মানবতাবিরোধী অপরাধের মামলায় সংগঠন হিসেবে জামায়াত দোষী সাব্যস্ত হয়ে নিষিদ্ধ হলে অন্য কোনও নামে তাদের কার্যক্রম চালাতে পারবে না। এই বিধান রেখে এ মাসের শেষে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে সংশোধনী আসছে। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর বিচার করতে তৈরি করা সংশোধিত আইনের খসড়া এ মাসের শেষেই অনুমোদন হয়ে যাবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।

খসড়ায় বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওই নামে বা অন্য কোনও নামে কার্যক্রম চালাতে পারবে না। গত ডিসেম্বর মাসে মার্চেই জামায়াতের বিচারে আইন সংশোধন করার বিষয়ে ঘোষণা দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, এ মাসের (ডিসেম্বর) শেষেই হয়ে যাবে। যদিও জানুয়ারিতে মন্ত্রী জানিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে আইনটির খসড়া মন্ত্রিসভায় উঠবে।

আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে বেশ কয়েকবার সংশোধিত আইনটির খসড়া মন্ত্রিসভায় ওঠার কথা জানিয়েছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে এত দিন আইনটি মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করা হয়নি। গত ৩১ ডিসেম্বর ব্লগার রাজীব হত্যা মামলার রায়ের পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারের জন্য সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের খসড়া আগামি মার্চ মাসে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। আজও (শনিবার) তিনি সেটা নিশ্চিত করেছেন।

আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইতোমধ্যে আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া হয়েছে। আইনটি মন্ত্রিসভায় উত্থাপনের পর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে বিল আকারে সংসদে তোলা হবে। চূড়ান্ত খসড়ায় এই আইনের কার্যকারিতার কথা বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ জুলাই থেকে। চতুর্থ দফায় আইনটির বিদ্যমান ১০টি ধারায় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ৭টি ধারায় ব্যক্তি শব্দের পাশাপাশি সংগঠন শব্দটি রয়েছে। এতে যুদ্ধাপরাধে কোনও ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হলে তাদের নিষিদ্ধ করা যাবে। নিষিদ্ধ ব্যক্তি বা সংগঠন নামে-বেনামে কোনও কার্যক্রম চালাতে পারবে না। এতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওই নামে বা অন্য কোনও নামে কার্যক্রম চালাতে পারবে না।

নিষিদ্ধ হলে অন্য নামেও কার্যক্রম চালাতে পারবে না জামায়াত এদিকে অপরাধী দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মার্চ তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্ত সংস্থা। এরপর প্রসিকিউশনে সাত সদস্য বিশিষ্ট একটি টিম আনুষ্ঠানিক অভিযোগপত্র তৈরির কাজ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রসিকিউটর বলেন,আমাদের কোনও কারণ না জানিয়ে ২০১৪ সালের ১৯ মে কেবল যারা মামলাটি নিয়ে কাজ করছিলাম, তাদের সব নথি ফেরত দেওয়ার নির্দেশ দেন তৎকালীন ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হায়দার আলী। পরবর্তীতে কারণ হিসেবে আইনমন্ত্রীকে বলতে শুনলাম, ‘বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিচার সম্ভব নয়৷ এর জন্য আইন সংশোধন করতে হবে৷’ গত ২০১৪ সালের ২৯ মে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে সংগঠনের বিচার ও শাস্তির বিধান নেই৷ তাই এই আইনে জামায়াতের বিচার সম্ভব নয়৷''

প্রসিকিউটর তুরিন আফরোজ এ মামলার সক্রিয় প্রসিকিউটর ছিলেন। আনুষ্ঠানিক অভিযোগপত্র তৈরির কাজ মাঝখানে  বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা আসলেই সঠিকটা বলতে পারবো না। আমাদেরকে ১৯ মে সকল নথি জমা দিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়, আমরা ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরকে সেগুলো বুঝিয়ে দেই।  দুইবছর ধরে আইন সংশোধনের অপেক্ষা করছি। সেটা হলেই কাজ শুরু হবে। তবে নাম প্রকাশ না করে আরেক প্রসিকিউটর বলেন,এটি খুবই সংবেদনশীল মামলা । আমার মনে হয় মামলাটিকে শক্তিশালী করতে তদন্তে আরেকটু মনোযোগী হতে হবে।

তদন্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, জামায়াতে ইসলামীকে একটি ‘ক্রিমিনাল সংগঠন' হিসেবে চিহ্নিত করেছেন তারা ৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সারাদেশে যে সব মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে৷ তাদের বিরুদ্ধে এই অপরাধ প্রমাণের জন্য বিভিন্ন ডকুমেন্ট, তথ্য ও দলটির অর্গানোগ্রামসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা গেছে।

এতোদিন ধরে এটা ঝুলিয়ে রাখা প্রসঙ্গে একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, এই দুইবছরে একেকবার একেক কথা বলা হয়েছে। কখনও আপিলে নিবন্ধন নিয়ে ঝুলে থাকা মামলার কথা উঠেছে, কখনও আইসিটি আইনের সংশোধনী দরকার বলা হয়েছে। সংশোধনী যদি দরকার হয় করুক, এজন্য দুইবছর ব্যয় করারতো কিছু দেখি না। আর জামায়াতের নিবন্ধন নিয়ে মামলা আপিলে থাকা প্রসঙ্গে তিনি বলেন, “সর্বোচ্চ আদালতে মামলাটি ঝুলে থাকার কারণ জামায়াতের নিবন্ধন সংক্রান্ত, দলটির চার্টার অর্থাৎ দলটির গঠনতন্ত্র এদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ ভিন্ন মামলা। কিন্তু সরকার যেহেতু আইন সংশোধনীর কথাই তুলেছেন, আমরা এখনও অপেক্ষা করছি।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা