X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রবিবার দায়িত্ব পাচ্ছেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান

চৌধুরী আকবর হোসেন
২৬ মার্চ ২০১৬, ২১:৩৪আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২১:৪২

সিভিল এভিয়েশন অথোরিটি অবশেষে ১৪ দিন পর সিভিল এভিয়েশন অথরিটির নব নিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান সানাউল হক।  রবিবার নতুন চেয়ারম্যান তার দায়িত্ব বুঝিয়ে দেবেন বিদায়ী চেয়ারম্যান।  
বাংলাদেশ থেকে কার্গোপণ্য পরিবহনে যুক্তরাজ্যের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব এবং সিভিল এভিয়েশন অথোরিটির চেয়ারম্যান পদে রদবদল করা হয়। মন্ত্রণালয়ে নতুন সচিব দায়িত্বে বুঝে পেলেও সিভিল এভিয়েশন অথোরিটির নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেননি বিদায়ী চেয়ারম্যান।  
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৩ মার্চ সিভিল এভিয়েশন অথোরিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে। সিভিল এভিয়েশ অথোরিটির চেয়ারম্যান পদে থাকা এয়ার ভাইস মার্শাল এম সানাউল হকে পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বিভাগে প্রত্যার্পণ করা হয়। এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী সিভিল এভিয়েশ অথোরিটির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে চট্টগ্রামে ‘বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক’-এর এয়ার অধিনায়কের দায়িত্বে ছিলেন। প্রজ্ঞাপনে জারির পরও অফিস করেছেন সানাউল হক, দায়িত্ব বুঝে পাননি এহসানুল গণি চৌধুরী। সিভিল এভিয়েশ ওথরিটির একাধিক সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সিভিল এভিয়েশন সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির পরও নবনিযুক্ত এবং বিদায়ী চেয়ারম্যান উভয় একই কক্ষে অফিস করছেন। অফিসে সানাউল হক চেয়ারম্যানের আসনে বসেন, তার কাছেই আরেকটি আসনে বসেন এহসানুল গণি। দুজনই সিভিল এভিয়েশন ও মন্ত্রণালয়ের মিটিং, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।  দুজনই সচিবালয়ের মন্ত্রণালয়ের  বৈঠকে যোগ দিয়েছেন। ব্রিটিশ প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত মন্ত্রণালয়ের একাধিক বৈঠকেও উপস্থিত ছিলেন সানাউল হক।  এছাড়া, গত সপ্তাহে একাধিক অনুষ্ঠানেও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে  উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশ অথোরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, সদ্য বিদায়ী এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। এসব  অনুষ্ঠানে সানাউল হক বক্তব্য দিলেও অতিথির আসনে চুপচাপ বসে ছিলেন এহসানুল গণি।

এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে ছিলেন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ফাইল কাকে দেখাব, কার স্বাক্ষর নেব—কিছুই বুঝতে পারছিলাম না।  সাধারণত চেয়ারম্যান পদে রদবদল হলে বিদায়ী চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করতে দু-একদিন অফিসে আসেন। তবে কোন ধরনের মিটিং, অনুষ্ঠানে যোগ দেন না। আমরা অবাক হয়েছি, দুই চেয়ারম্যান এক সঙ্গে অফিস করছেন।

গত মঙ্গলবার নব নিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী বাংলা ট্রিবিউনকে দায়িত্ব বুঝে না পাওয়ার কথা বলেছিলেন।

নতুন চেয়ারম্যানকে রবিবার দায়িত্ব হস্তান্তর করবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান সানাউল হক।

/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা