X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এইচএসসি শুরু ৩ এপ্রিল, পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৪:১২আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:১২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আগামী ৩ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি, আলিম, কারিগরি ও ডিপ্লোমা পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ৯ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা সচিব সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাওশি) অধিদফতরের ডিজি ফাহিমা খাতুন, অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, ঢাকা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বছর এই্চএসসি পরীক্ষার্থীর মোট  সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন, মোট শিক্ষা প্রতিষ্ঠান ৮ হাজার ৫৩৩টি, মোট পরীক্ষা কেন্দ্র থাকবে ২ হাজার ৪৫২টি।

এর মধ্যে সাধারণ এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ২০ হাজার ১০৯টি। যার মধ্যে ছাত্র ৫ লাখ ২৫ হাজার ৬১৩ জন ও ছাত্রী ৪ লাখ ৯৪ হাজার ৪৯৬ জন।

আলীম পরীক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৪৯১ জন। যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৬০৩ জন ও ছাত্রী ৩৮ হাজার ৯৮৮ জন।

এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১৩২ জন। যার মধ্যে ছাত্র ৭২ হ্জার ৯২ জন ও ছাত্রী ৩০ হাজার ৪০ জন।

বিআইপিএস পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭৯৬ জন। যার মধ্যে ছাত্র ২ হাজার ৮০৬ জন ও ছাত্রী ৯৯০ জন।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২২৮টি, কেন্দ্র বেড়েছে ৩৩টি। গত বছর শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন।

তিনি আরও বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১১ জুন থেকে। চলবে ২০ জুন পর্যন্ত। আর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

জানা যায়, এ বছর নতুন ছয়টি বিষয়ের ১১টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এ বছর মোট ১৯টি বিষয়ের ৩৬ পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে প্রথমে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১০টা ৫০ মিনিটে সৃজনশীল পরীক্ষা।

তবে শুধুমাত্র ট্রেডিশনাল বিষয়ের ক্ষেত্রে রচনামূলক পরীক্ষা ১০টায় শুরু হবে।

/এসআই/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!