X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর ২৫ শতাংশ মানুষের ফুসফুসে সমস্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৭:৩৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৭:৪২

বায়ু দূষণ বায়ু দূষণের ফলে রাজধানী ঢাকার ২৫ শতাংশ মানুষই ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা ও শ্বাস-প্রশ্বাসের প্রদাহসহ ফুসফুসের সমস্যায় ভুগছেন। বায়ু দূষণ বাড়ায় জনস্বাস্থ্যও হয়ে পড়েছে হুমকির সম্মুখীন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাওয়ে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘নাগরিক স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব’ শীর্ষক গবেষণা উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
গবেষণাটি পরিচালনা করে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব। বায়ু দূষণ কমাতে রাজধানী ও আশপাশের এলাকার ইটভাটা, ত্রুটিপূর্ণ যানবাহন ও ট্যানারি নিয়ন্ত্রণ করা এবং পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
গবেষণার ফল উপস্থাপনকারী ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, গবেষণাকালে রাজধানীর ১১টি এলাকার নানা বয়সী ৫০০ জনের বেশি মানুষের ফুসফুসের সক্রিয়তার পরীক্ষা বা পালমোনারি ফাংশন টেস্ট (পিএফটি) করা হয়। এতে দেখা যায়, গড়ে রাজধানীর ২৩ দশমিক ৪৭ শতাংশ বাসিন্দা ফুসফুসের সমস্যায় ভুগছেন। আক্রান্তদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেন, সালফার ডাই অক্সাইড, কার্বন মনক্সাইড, মার্কারি ও লেডের মতো ভারী পদার্থ বাতাসে মিশে যাচ্ছে। এগুলো ফুসফুস ও হৃদরোগ, যকৃতের সমস্যা ও গর্ভবতী মায়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

মেয়র আনিসুল হক বলেন, দূষণ কমাতে ডিএনসিসি বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফল করতে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সবুজ ঢাকা গড়তে আগামী দুই বছরে ঢাকায় তিন লাখ ২৫ হাজার গাছ লাগানো হবে।

মেয়র বলেন, সিটি করপোরেশন এলাকায় বালু ভর্তি ট্রাক খোলামেলা চলাচল করতে পারবে না। এগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে নিতে হবে। নির্মাণ সামগ্রী দিনেরটা দিনে এনে কাজ করতে হবে। এক সঙ্গে এনে খোলা অবস্থায় রাখা যাবে না।

/ওএফ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি