X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র বুঝেছে জামায়াত সন্ত্রাসী সংগঠন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:৫২আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:৫৯

শাহরিয়ার-আলম জামায়াত যে সন্ত্রাসী সংগঠন তা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘দেরিতে হলেও যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সারা স্যুয়েল ও হোমল্যান্ড সিকিউরিটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালান বার্সিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
শাহরিয়ার আলম বলেন, ‘জামায়াতে ইসলামী যে সন্ত্রাসী সংগঠন এটি বোঝাতে আগে সময় লাগতো। তবে দেরিতে হলেও তাদের (যুক্তরাষ্ট্র) বিষয়টি এখন বোধগম্য হয়েছে।’
তিনি বলেন, ‘এখনও যেসব দল ও সংগঠন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে মদদ দিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে সেই কর্মকাণ্ডগুলো করতে গিয়ে তারা যেন না বোঝেন রাজনৈতিক দলগুলোকে বা তাদের কর্মকাণ্ডকে আমরা সংকুচিত করে দিচ্ছি। এই কর্মকাণ্ড জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, সেই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে যে দলগুলো রাজনীতি করে, এটার বিভাজন সৃষ্টি করা খুব কঠিন। এ বিষয়টি আমরা আলোচনা করেছি।’
আলম বলেন, ‘সহিংস উগ্রবাদ দমনে জাতিসংঘ মহাসচিবের শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা চেয়েছে এবং তারা আশা করে, জাতিসংঘের অন্য কর্মসূচিগুলোর মতো এক্ষেত্রেও বাংলাদেশ উদ্যোগী ভূমিকা রাখবে।’

শাহরিয়ার আলম বলেন, ‘পলিটিক্যাল স্পেসের বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়ে আমিই তুলেছি। যখন রাজনীতি নিয়ে বা ডেমোক্রেটিক স্পেস নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ, আবার রাজনীতির আড়ালে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাঝখানে একটা ফাইনলাইন ড্র করে সরকারকে কাজ করতে হয়। এটা যে একটা চ্যালেঞ্জিং কাজ তা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশের জন্য প্রযোজ্য। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলেছি, আমাদের একই সঙ্গে তাদের স্পেসটুকুও নিশ্চিত করতে হবে। তারই উদাহরণ টেনে বলেছি, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হচ্ছে, তাতে বিএনপি অংশ নিচ্ছে। শুধু তাই নয়, তাদের যে দলীয় প্রতীক, সেটা নিয়েই তারা নির্বাচন করছে, যার সঙ্গে চূড়ান্তভাবে জাতীয় নির্বাচনের সম্পর্ক রয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দুই দেশের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কিংবা সহিংস জঙ্গিবাদ মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলায় কীভাবে কাজ হচ্ছে সে ব্যাপারে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে তারা বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

শাহরিয়ার আলম বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদের বিষয়ে আমরা নতুন করে সহযোগিতা চাইলে তারা সাহায্য করতে প্রস্তুত। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্যাপারে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই ইউনিটের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সহযোগিতা চাওয়া হলে যুক্তরাষ্ট্র তা দিতে তৈরি আছে।’

তিনি বলেন, ‘অ্যালান বার্সিন বৈঠকে জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তার জন্য আমরা যা করছি, তা সহজ নয়, এজন্য সময় লাগবে।’

আফগানিস্তানে ব্র্যাকের দুই পদস্থ কর্মকর্তা অপহৃত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা প্রতিনিয়ত কাবুল সরকারের সঙ্গে যোগাযোগ করছি। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃত বাংলাদেশিদের অবস্থান খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আফগানিস্তানের পররাষ্ট্রসচিব জানিয়েছেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারক করছেন।’

/এসএসজেড/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…