X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অটিজম ইস্যুতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: সায়মা ওয়াজেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ১৩:৩৬আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৩:৪৪

জাতিসংঘে সায়মা ওয়াজেদ বিশ্বে অটিজম মোকাবেলায় জোর দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। তবে সামনে রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ। এসডিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও  বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন। তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গীকার থাকলে সমাজের অপরির্হায অঙ্গ হিসেবে অটিজম আক্রান্তদের যে পরিণত করা সহজ হয়, বাংলাদেশই তার উদাহরণ।
১ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল সেন্টারে `অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল' শীর্ষক এক সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। সায়মা ওয়াজেদ প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় তার বক্তব্যে প্রধানমন্ত্রী এবং তার মা শেখ হাসিনার অবদানকে স্মরণ করে বলেন, ১৯৯৬ সালের পর বাংলাদেশে প্রতিবন্ধীদের কল্যাণে জাতীয় নীতি নেওয়া হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় ফাউন্ডেশন।
সায়মা ওয়াজেদ বলেন, গত ৭ বছরে বাংলাদেশ এ সেক্টরে যত কাজ করেছে জাতীয় ও আন্তর্জজাতিকভাবে সেগুলো আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশে সিআরপিডি’র পরিপূরক হিসেবে ‘আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে। ২০১৩ সালে ‘‘অটিজমসহ এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) আক্রান্তদের চিকিৎসাসহ যাবতীয় অধিকারের সুরক্ষা আইনের আওতায় আনতে ‘ডিজএবিলিটি ওয়েলফেয়ার অ্যাক্ট’ ও ‘দ্য ন্যাশনাল নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার প্রটেকশন ট্রাস্ট অ্যাক্ট’ করা হয়।”

অটিজম আক্রান্তদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে কাজ চলছে বলে জানান সায়মা ওয়াজেদ। তিনি বলেন, ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অটিজম আক্রান্তদের বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া অন্তত দুজন প্রতিবন্ধী শিশুকে চাইল্ডহুড সেন্টারগুলোতে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ন্যাশনাল অটিজম অ্যান্ড এনডিডি একাডেমি স্থাপন করেছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক এ উপদেষ্টা বলেন, জাতীয় পর্যায়ে নাটক, সিনেমা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অটিজম আক্রান্তদের সুযোগ দেওয়ারও একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকসের যৌথ আয়োজনে এই সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের স্ত্রী বান সুন-তায়েক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন, কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া বিনতে আহমেদ আল থানি, দক্ষিণ কোরিয়ার স্থায়ী প্রতিনিধি ওহ জুন, অটিজম স্পিকস এর কো-ফাউন্ডার সুজানে রাইটসহ অন্যান্যরা।

/জেএ/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া